Tuesday, October 14, 2025

ঢাবির ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ আবার ‘শেখ মুজিবুর রহমান হল’ নামকরণ প্রক্রিয়ায়


ছবিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

শিক্ষার্থীদের আবেদন ও হল প্রশাসনের সুপারিশে সিন্ডিকেটে ইতোমধ্যে আলোচনা, চূড়ান্ত রেজুলেশনের অপেক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’-এর নাম আবার ‘শেখ মুজিবুর রহমান হল’ করা হচ্ছে। শিক্ষার্থীদের আবেদন এবং হল প্রশাসনের সুপারিশের ভিত্তিতে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে ইতোমধ্যে আলোচিত হয়েছে। এখন হল প্রশাসন চূড়ান্ত রেজুলেশনের অপেক্ষায় রয়েছে।

আজ শুক্রবার (২৯ আগস্ট) দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ। তিনি জানান, “গত সোমবার সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্রতিটি সিন্ডিকেটের পর একটি চূড়ান্ত আলোচনা হয় এবং সেই আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।”

রেজিস্ট্রার আরও বলেন, “সিন্ডিকেটে বিষয়টি ভালোভাবে আলোচিত হওয়ায় নাম পরিবর্তন করা হবে। এখন শুধু চূড়ান্ত রেজুলেশনের অপেক্ষা। রেজুলেশন হলে নাম স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হয়ে যাবে।”

হলের শিক্ষার্থীরা গত ২২ জানুয়ারি ২০২৫ তারিখে নাম পরিবর্তনের আবেদন করেন। আবাসিক শিক্ষক ও সহকারী আবাসিক শিক্ষকেরাও এই প্রস্তাবে সমর্থন জানান।

উল্লেখ্য, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হলে শুরুতে নাম ছিল ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’। পরবর্তীতে ২০১৩ সালে নাম পরিবর্তন করে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ করা হয়।

এ বছরের শুরুতে একদল শিক্ষার্থী গভীর রাতে হলের নামফলক পরিবর্তন করার চেষ্টা চালায়। তারা ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ নামফলক মুছে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল’ লিখে দেন। এ সময় হলের সামনের নামফলক ভাঙার অভিযোগও ওঠে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন