Tuesday, October 14, 2025

যশোরে ৩৬টি সোনার বারসহ তিনজন আটক, মূল্য ৭ কোটি ৮৯ লাখ টাকা


ছবিঃ বিজিবি পৃথক অভিযান (সংগৃহীত)

বিজিবি পৃথক অভিযানে সোনা ও মোবাইল জব্দ, আটককৃতদের যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর

যশোরে পৃথক অভিযান চালিয়ে ৩৬টি সোনার বারসহ তিনজনকে আটক করেছে বিজিবি। আটককৃতদের কাছ থেকে জব্দ সোনার মোট ওজন ৫ কেজি ৩৩৪ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৭ কোটি ৮৯ লাখ ৫৩ হাজার ৯৬৮ টাকা বলে জানিয়েছেন যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদরের কোদালিয়া ও তারাগঞ্জ বাজার এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। সকাল ৬টার দিকে কোদালিয়া বাজারে অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম সাজিদ (২৩) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ২টি সোনার বার (৪৩৪ গ্রাম) ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এরপর সকাল সাড়ে ৯টার দিকে তারাগঞ্জ বাজারে অভিযান চালিয়ে জাহিদ হোসেন (২৬) ও সুজন কুমার বাপ্পি (৩৪) নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪ কেজি ৯০০ গ্রামের ৩৪টি সোনার বার ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজিবি জানায়, আটক স্বর্ণের বারগুলো বিশেষ কায়দায় প্যান্টের পকেট ও মানিব্যাগে রাখা ছিল। উদ্ধারকৃত মোবাইল ফোনের মূল্য প্রায় ৬৪ হাজার টাকা এবং নগদ ৩৫ হাজার ৩২০ টাকা ও ভারতীয় ৪০ রুপি জব্দ করা হয়।

জব্দকৃত সোনা ও অন্যান্য মালামাল যথাযথ আইন অনুযায়ী সরকারি কোষাগারে জমা রাখা হয়েছে। এছাড়া তিনজনকে মামলা দায়েরের পর যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক ও চোরাচালানের মালামাল আটক করতে বিজিবি সীমান্ত এলাকায় তার গোয়েন্দা ও অভিযানিক কার্যক্রম অব্যাহত রেখেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন