- ১৩ অক্টোবর, ২০২৫
মধ্যপন্থা ও উদার গণতন্ত্রকে বিপন্ন করার ষড়যন্ত্র চলছে, জনগণের ঐক্য অপরিহার্য – বিএনপি মহাসচিব
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে মধ্যপন্থা ও উদার গণতন্ত্রকে সরিয়ে উগ্রবাদের রাজনীতি ফিরিয়ে আনার একটি ষড়যন্ত্র চলছে, যা বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে।
তিনি এই মন্তব্য করেন সৈয়দা ফাতেমা সালামের লেখা ‘রক্তাক্ত জুলাই’ বইয়ের মোড়ক উন্মোচনে, যা শুক্রবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠিত হয়।
সভায় মির্জা ফখরুল বলেন, “উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচন অবশ্যই হবে এবং ঘোষিত সময়ের মধ্যে সম্পন্ন হবে। যদি নির্বাচন বন্ধ করা হয়, তাহলে জাতি প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে।”
তিনি আরও বলেন, বাংলাদেশের সব সংস্কার বিএনপির হাত ধরে হয়েছে। বিএনপি নেতা-কর্মীদের সতর্ক করে তিনি বলেন, দলের সুনাম রক্ষা করতে এবং জনগণের কাছে শক্ত অবস্থান প্রদর্শন করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, ড্যাব সভাপতি অধ্যাপক জাহানারা লাইজু ও অন্যান্য নেতা।