Monday, January 19, 2026

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রস্তুত, প্রকাশ শিগগিরই


প্রতীকী ছবিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার অথবা শুক্রবার এই ফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) ড. মাহমুদ ওসমান ইমাম জানান, শোক দিবস উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আজ ফল প্রকাশ করা সম্ভব হয়নি। তবে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আগামী এক-দুই দিনের মধ্যেই ফল প্রকাশ করা যাবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষার ফল প্রকাশের জন্য এক মাস সময়সীমা থাকলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের পরিকল্পনা করেছিল। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক দিবস পালন এবং নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণার কারণে নির্ধারিত সময় অনুযায়ী ফল প্রকাশ করা যায়নি।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও রাজধানী ঢাকা এবং দেশের চারটি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা নেওয়া হয়।

এ বছর ব্যবসায় শিক্ষা ইউনিটে মোট ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন করেন ৩৪ হাজার ৬২ জন ভর্তিচ্ছু। এতে প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করেছেন গড়ে ৩২ জন শিক্ষার্থী। আসনগুলোর মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার জন্য ৯৫টি এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন নির্ধারিত রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, ফল প্রকাশের পর ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের বিস্তারিত সময়সূচি ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন