Monday, January 19, 2026

কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি


প্রতীকী ছবিঃ কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শনিবার (৩ জানুয়ারি)। ওই দিন বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত একযোগে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার শুরুর অন্তত এক ঘণ্টা আগে নিজ নিজ কেন্দ্রে নির্ধারিত কক্ষে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্রেই পরীক্ষা দিতে হবে। নির্দেশনায় বলা হয়, পরীক্ষার দিন বেলা ১টার মধ্যে সবাইকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে।

ইতোমধ্যে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। গত ২৮ ডিসেম্বর ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে কেন্দ্র ও কক্ষভিত্তিক আসনবিন্যাসের তালিকা দেওয়া হয়। নির্ধারিত সূচি অনুযায়ী, ৩ জানুয়ারি বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ৩ হাজার ৭০১টি। বিশ্ববিদ্যালয়গুলো হলো—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

ভর্তি সংশ্লিষ্টরা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত থেকে স্বাস্থ্যবিধি ও পরীক্ষার নিয়মাবলি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন