Tuesday, October 14, 2025

ঢাবির বিশেষ মাইগ্রেশন আজ শেষ: কিছু ইউনিটের শূন্য আসনে নতুন ভর্তির প্রস্তুতি


প্রতীকী ছবিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তির পরও বিজ্ঞান ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে কিছু শূন্য আসন থেকে গেছে। এই আসনগুলো পূরণের জন্য বিশেষ মাইগ্রেশন প্রক্রিয়া চলছে যা আজ (৯ আগস্ট) শেষ হচ্ছে।

বিশেষ মাইগ্রেশনে যেসব শিক্ষার্থীর অটোমাইগ্রেশন চালু রয়েছে, তারা অনলাইনে আবেদন করে অংশ নিতে পারবেন। ২০ টাকা ফি জমা দিয়ে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন না করলে শিক্ষার্থী তার বর্তমান বিষয়েই অধ্যয়ন করবে বলে গণ্য হবে।

বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে নতুন কোনো বিষয়ে বরাদ্দপ্রাপ্ত হলে পূর্ববর্তী বিষয়টির বরাদ্দ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং সেই আসনে অন্য শিক্ষার্থীকে বরাদ্দ দেওয়া হবে। নতুন বিষয় বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীদের অবশ্যই নতুন বিষয়েই ভর্তি হতে হবে।

অন্যদিকে, ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিংয়ে ৫০ শতাংশের বেশি আসন খালি থাকায় এ বিভাগে ভর্তি ন্যূনতম যোগ্যতা শিথিল করে রসায়ন ও গণিতে নম্বর ৭ নির্ধারণ করা হয়েছে। আগের বিষয় পছন্দে না থাকা শিক্ষার্থীদের জন্য নতুন করে লেদার ইঞ্জিনিয়ারিং, ফুটওয়ার ইঞ্জিনিয়ারিং ও লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোতে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে।

বিশেষ মাইগ্রেশনের পর অবশিষ্ট শূন্য আসনে মেধাক্রম অনুযায়ী নতুন শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ শুরু হবে। বিভিন্ন কোটায় বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীরা এই প্রক্রিয়ার বাইরে থাকবেন।

এখন থেকে ঢাবির কিছু ইউনিটে নতুন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীদের জন্য এ সুযোগ একাধিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।



Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন