- ১৩ অক্টোবর, ২০২৫
জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক গ্রায়েম ক্রিমার দীর্ঘ সাড়ে সাত বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পদক্ষেপ নিয়েছেন। আগামী মাসে ৩৯ বছরে পা দেয়া এই লেগস্পিনার গত রোববার জিম্বাবুয়ের ন্যাশনাল প্রিমিয়ার লিগে খেলতে নামেন এবং নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রথম ম্যাচে মাত্র ৪৩ রানে ৪ উইকেট ও দ্বিতীয় ম্যাচেও ৪৪ রানে ৪ উইকেট নেন।
ক্রিমার বলেন, ‘আমার পুরনো মাঠ কোয়েকোয়ে আবার ফিরে আসা এবং তাকাসিংহার মতো ক্লাবে খেলতে পারা অসাধারণ অনুভূতি। দলের আলিঙ্গন পেয়ে এবং সবার ভালোবাসা পেয়ে আমি উচ্ছ্বসিত।’
২০০৫ সালে বাংলাদেশ বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ২০১৬ সালে জিম্বাবুয়ের অধিনায়কত্ব পেয়েছিলেন তিনি। ৮ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেয়া এই স্পিনার ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সরে যান।
তবে এখন তিনি নিজের ক্রিকেট জীবন নতুন করে সাজাতে প্রস্তুত এবং আন্তর্জাতিক মঞ্চে আবারো জিম্বাবুয়ের হয়ে সাফল্য অর্জনের আশা প্রকাশ করেছেন। তার এই প্রত্যাবর্তন দেশ-বিদেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে।