- ১৩ অক্টোবর, ২০২৫
বার্সেলোনার প্রধান কোচ হান্সি ফ্লিককে চ্যাম্পিয়নস লিগের আসন্ন মৌসুমের প্রথম ম্যাচে ডাগআউটে দাঁড়াতে দেওয়া হবে না। ইন্টার মিলানের সঙ্গে সেমিফাইনাল পর্বের ফিরতি লেগ ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে অসদাচরণ করায় ২০ হাজার ইউরো জরিমানাসহ তিন মাসের শাস্তি পেয়েছেন জার্মান কোচ। একই শাস্তি পেয়েছেন সহকারী কোচ মার্কাস জর্গকেও।
১ মে অনুষ্ঠিত প্রথম লেগে বার্সা ও ইন্টার ৩-৩ গোলে ড্র করে। ৭ মে সান সিরোতে ফিরতি লেগে ৪-৩ গোলে হেরে বার্সা ইউরোপের এই মহৎ টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। ম্যাচ চলাকালীন রেফারির বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে বার্সার কোচ ফ্লিক বেশ কয়েকবার ক্ষোভ প্রকাশ করেন, যা উয়েফা কর্তৃপক্ষের নজরে আসে।
এছাড়া, ম্যাচ চলাকালীন আতশবাজি পোড়ানো ও মাঠে বর্জ্য নিক্ষেপের কারণে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে মোট ৭ হাজার ৭৫০ ইউরো জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, বার্সার দুই তারকা ফুটবলার রবার্ট লেভানডভস্কি ও লামিনে ইয়ামাল অ্যান্টি ডোপিং নিয়ম লঙ্ঘনের জন্য প্রত্যেককে ৫ হাজার ইউরো জরিমানার মুখোমুখি হয়েছেন।
বার্সেলোনা এ মৌসুমে তাদের তৃতীয় শিরোপা অর্জন করতে ব্যর্থ হলেও, কোচ ফ্লিকের অধীনে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে ইউরোপের অন্যতম বড় ক্লাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। তবে আসন্ন মৌসুমে ফ্লিকের এই শাস্তি দলকে কিছুটা ব্যাহত করতে পারে।