Tuesday, October 14, 2025

ডেসকোর উদ্যোগে মসজিদ কমিটিগণের সঙ্গে ‘সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহার’ বিষয়ে মতবিনিময় সভা


ছবিঃ ডেসকোর উদ্যোগে মসজিদ কমিটিগণের মতবিনিময় সভা (সংগৃহীত)

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) আয়োজিত ‘সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহার’ বিষয়ক মতবিনিময় সভা বৃহস্পতিবার রাজধানীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। সভায় ডেসকো আওতাধীন এলাকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মসজিদ কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ডেসকো বোর্ডের চেয়ারম্যান ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আমরা জীবাশ্ম জ্বালানি নির্ভর, যা পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। আমাদের নবায়নযোগ্য জ্বালানিতে মনোযোগ দিতে হবে। ডেসকোর আওতায় থাকা সব মসজিদ-মাদ্রাসার ছাদে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনে সকলের সহযোগিতা কাম্য।”

তিনি আরও বলেন, “মসজিদের ইমাম ও খতিবরা সমাজের ওপর গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তি। শুক্রবারের খুতবা ও অন্যান্য সময় বিদ্যুৎ সাশ্রয়ের উপর সচেতনতা বৃদ্ধি করলে সমাজে এর প্রভাব পড়বে এবং বিদ্যুৎ অপচয় কমানো সম্ভব হবে।”

সভায় বনানী সেন্ট্রাল জামে মসজিদের ইমাম মওলানা আবুল কালাম আজাদ এ ধরনের উদ্যোগকে প্রথমবারের মতো হওয়ায় স্বাগত জানান। রুপনগর আবাসিক এলাকার ইমাম মো. জাহিদুল ইসলাম এবং উত্তরা পশ্চিম তুরাগ এলাকার মসজিদের প্রতিনিধি বিদ্যুৎ বিল কমানোর প্রস্তাব দেন।

ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ এনডিসি (অব.) অনুষ্ঠানে উপস্থিত থেকে পবিত্র কুরআন শরীফের আয়াত উদ্ধৃত করে সবাইকে বিদ্যুৎ অপচয় থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বিদ্যুৎ সাশ্রয়ে করণীয় বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন এবং ডেসকোর কর্মকর্তা-কর্মচারীদের সিস্টেম লস কমানোর জন্য ধন্যবাদ জানান।

সরকার বিদ্যুৎ খাতে প্রচুর ভর্তুকি দিলেও অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ অপচয়ের কারণে সরকারের অতিরিক্ত খরচ বৃদ্ধি পাচ্ছে। ডেসকোর এই মতবিনিময় সভার মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানিতে মানুষের সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্য ধরা হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন