Tuesday, October 14, 2025

ঢাবিকে জ্ঞান উৎপাদনের হাব হিসেবে গড়ে তুলতে চান ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম


ছবিঃ ভিপি সাদিক কায়েম (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি জ্ঞান উৎপাদনের হাব হিসেবে গড়ে তুলতে চান এবং সেই ধরনের উদ্যোগ সারাবছর ধরে অব্যাহত রাখবেন। বিভিন্ন ডিপার্টমেন্ট ও ফ্যাকাল্টির শিক্ষার্থীরা যেন তাদের আইডিয়াগুলো নিয়ে একসাথে কাজ করতে পারে, সেটাই তার লক্ষ্য।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত সেলস ফেয়ার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমাদের ইশতেহারের কথা অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ একাডেমিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষার্থীরা যা শিখছে তা বাস্তবে প্রয়োগ করতে পারবে। খুব শিগগিরই জব ফেয়ার এবং রিসার্চ ফেয়ারের আয়োজন করা হবে, যেখানে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবেন।”

সাদিক কায়েম আরও বলেন, “ডাকসুর পক্ষ থেকে আমরা সেলস ফেয়ার পরিদর্শন করেছি। এখানে শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখেছি। মার্কেটিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা থিওরিতে যা শিখেছে, তা বাস্তবে প্রয়োগ করছে। এই ধরনের আয়োজনকে আমরা ভবিষ্যতেও সহায়তা করব।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন