Tuesday, October 14, 2025

বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে বঞ্চিত প্রার্থীদের নিয়োগের সম্ভাবনা নেই, জানালেন এনটিআরসিএ চেয়ারম্যান


ছবিঃ এনটিআরসিএ কার্যালয় (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীরা বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের দাবি জানালেও এমন কোনো পরিকল্পনা নেই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-র। কর্তৃপক্ষ জানিয়েছে, শূন্য পদ থাকলে মেধার ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

এনটিআরসিএর একটি সূত্র জানায়, আগামী বৃহস্পতিবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের যোগদান শেষ হবে। এর পর কতজন শিক্ষক যোগদান করেননি তার তথ্য সংগ্রহ করা হবে। শূন্য থাকা পদগুলোতে আগে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের প্রতিস্থাপন করা হবে। এরপরও যদি পদ শূন্য থাকে, তাহলে মেধাতালিকার ভিত্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীদের নিয়োগ সুপারিশ করা হতে পারে।

এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, “বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করব কি না, তা এখনো চূড়ান্ত হয়নি। শূন্য পদ থাকলে মেধার ভিত্তিতেই প্রার্থীদের সুপারিশ করা হবে।”

২০২৩ সালের ২ নভেম্বর ১৮তম বিজ্ঞপ্তিতে ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন আবেদন করেছিলেন। এর মধ্যে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মাত্র ৬০ হাজার ৫২১ জন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে, ফলে ১৬ হাজার ২১৩ জন প্রার্থী বঞ্চিত হয়েছেন।

সুপারিশবঞ্চিত প্রার্থীরা অভিযোগ করেছেন, মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও চূড়ান্ত নিয়োগ না পাওয়ায় তারা মানসিক ও সামাজিক চাপের মধ্যে পড়েছেন। তারা অনুরোধ করেছেন, ১৮তম পরীক্ষার বঞ্চিত প্রার্থীদের সুপারিশ নিশ্চিত হওয়ার পরই ১৯তম সার্কুলার জারি করা হোক।

২০২২ সালের ৬ ফেব্রুয়ারি বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ হাজার ১৬৩ জন প্রার্থী নিয়োগ পেয়েছিলেন। একই নীতিতে ১৮তম পরীক্ষার বঞ্চিত প্রার্থীদের নিয়োগের দাবি জানিয়েছেন তারা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন