- ১৩ অক্টোবর, ২০২৫
এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ ও ভারতের মুখোমুখি ম্যাচে ভারতের মুল পেসার জাসপ্রিত বুমরাহ বিশ্রামে থাকবেন না। ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট জানিয়েছেন, প্রতিটি ম্যাচেই তারা সেরা একাদশ মাঠে নামাবে এবং বুমরাহ সেই দলের অংশ।
রায়ান বলেন, “শেষ ম্যাচের আগে নিশ্চিতভাবে বলা কঠিন যে আমরা ফাইনালে উঠেছি। তাই বুমরাহকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা কম। তবে ওয়ার্কলোডের পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কার বিপক্ষে তাকে বিশ্রামে রাখা হতে পারে। সবকিছু নির্ভর করছে বাংলাদেশের বিপক্ষে ফলাফলের ওপর।”
আজ রাত সাড়ে আটটায় অনুষ্ঠিতব্য ম্যাচে ভারতের এই কৌশল বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। মুখোমুখি পরিসংখ্যানে ভারত ২০ ম্যাচের মধ্যে ১৬ জয় পেয়েছে, বাংলাদেশের একমাত্র জয়ও তুলনায় কম শক্তির ম্যাচে এসেছে।