- ১৩ অক্টোবর, ২০২৫
এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচে ফুটবল মাঠে ভারত ৩-২ গোলে জয়ী হলেও খবরের শিরোনাম হয়েছে পাকিস্তানি খেলোয়াড় মুহাম্মদ আবদুল্লাহর বিতর্কিত উদযাপন।
৩১ মিনিটে গোল করে ভারতকে এগিয়ে দেন দাল্লুমুয়ান গাংতে। বিরতির আগে পেনাল্টি থেকে গোল করে পাকিস্তানকে সমতায় ফেরান আবদুল্লাহ। তবে গোল উদযাপনের সময় কর্নারের দিকে দৌড়ে গিয়ে মাটিতে বসে চা খাওয়ার ভঙ্গি করেন তিনি। এরপর উঠে দাঁড়িয়ে হাতে বিমানের ভাঙা পড়ার ইশারা দেখান।
এই উদযাপন অনেককে ২০১৯ সালের বালাকোট ঘটনার কথা মনে করিয়ে দিয়েছে, যেখানে ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমান পাকিস্তানের বন্দি ছিলেন। তাছাড়া, ভারতীয় দর্শকদের খোঁচা দেওয়ার সময় পাকিস্তানি ক্রিকেটার হারিস রউফের বিমান পতনের ভঙ্গির সঙ্গেও এর মিল খুঁজে পাওয়া যাচ্ছে।
মাঠে ভারতের জয় নিশ্চিত হলেও মুহাম্মদ আবদুল্লাহর এই উদযাপন সামাজিক মাধ্যমে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এবং ম্যাচের আবহকে আলোচিত করেছে।