Tuesday, October 14, 2025

আমদানিতে অগ্রিম অর্থ প্রদানের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক


ফাইল ছবিঃ বাংলাদেশ ব্যাংক (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করা ও আমদানি প্রক্রিয়াকে আরও কার্যকর করার লক্ষ্যে আমদানির ক্ষেত্রে অগ্রিম অর্থ প্রদানের সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি পরিপত্র জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে আমদানিকারকরা রিপেমেন্ট গ্যারান্টি ছাড়াই সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত অগ্রিম অর্থ পরিশোধ করতে পারবেন। আগে এই সীমা ছিল ১০ হাজার ডলার।

একই সঙ্গে রপ্তানিকারকদের রিটেনশন কোটা হিসাব থেকে অগ্রিম অর্থ প্রদানের সীমা ২৫ হাজার ডলার থেকে বাড়িয়ে ৫০ হাজার ডলার করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই সিদ্ধান্ত আমদানিকারকদের জন্য অর্থ লেনদেন প্রক্রিয়াকে আরও সহজ ও সাশ্রয়ী করবে। এতে সময় ও অতিরিক্ত খরচ দুটোই কমে যাবে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দেশের বাণিজ্যিক দক্ষতা বাড়াতে নীতিগত এই পরিবর্তন সময়োপযোগী ও ইতিবাচক প্রভাব ফেলবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন