Friday, December 5, 2025

ঢাবি ডাকসুর দেয়ালে বিতর্কিত গ্রাফিতি, শিক্ষার্থীদের মধ্যে তীব্র মতবিরোধ


ছবিঃ ডাকসুর দেয়ালে দেখা মিলেছে অদ্ভুত লেখা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দেয়ালে একটি অদ্ভুত ও বিতর্কিত গ্রাফিতি দেখা দিয়েছে। সরেজমিনে দেখা গেছে, দেয়ালে বড় অক্ষরে লেখা রয়েছে “৩২ খুনির আঁতুড়ঘর”, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীদের একাংশের দাবি, ডাকসুর দেয়াল কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক মত প্রকাশের স্থান নয়। তারা মনে করেন, এমন উসকানিমূলক ও বিতর্কিত লেখাগুলো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করতে পারে।

অন্যদিকে, লেখাটির ব্যাখ্যা নিয়ে দুই পক্ষের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে। এক পক্ষ বলছে, ডাকসুর নেতাদের ধানমন্ডি ৩২-এর বাড়িকে বঙ্গবন্ধু হত্যার ঘটনায় ‘খুনি’ হিসেবে চিহ্নিত করে লেখা হয়েছে। অন্য পক্ষ দাবি করছে, লেখাটির মাধ্যমে ধানমন্ডি ৩২-এর বাড়ি ‘খুনিদের আঁতুড়ঘর’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ জানিয়েছেন, “আমরা এই লেখার বিষয়টি পর্যবেক্ষণ করছি। লেখাটি কে লিখেছে, কেন লিখেছে এবং উদ্দেশ্য কী—সব বিষয় আমরা পর্যালোচনা করছি। লেখাটির দুটি অর্থ হতে পারে; এক, ডাকসুকে ৩২ খুনির আঁতুড়ঘর হিসেবে চিহ্নিত করা, আর দুই, ধানমন্ডি ৩২-এর বাড়িকে ‘খুনির আঁতুড়ঘর’ হিসেবে দেখানো।”

ডাকসুর সদস্য মো. মিফতাহুল হোসাইন আল মারুফ বলেন, “ধানমন্ডি ৩২-এর বাড়ি যারা ভাঙতে গিয়েছিলেন, তাদের উদ্দেশ্যকে কেন্দ্র করে এই লেখাটি করা হয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এই লেখার উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে কে বা কারা এই গ্রাফিতি লিখেছে, তা এখনও জানা যায়নি।”

বিতর্কিত গ্রাফিতি কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সরব আলোচনা চলছে, এবং প্রশাসনিক পর্যায়ে এ বিষয়ে মনিটরিং ও সতর্কতার প্রয়োজনীয়তা বেড়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন