- ২২ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় প্রকাশ্যে মারধরের শিকার হয়ে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার রাতে থানার আমিন জুট মিল এলাকার মিদ্যাপাড়ায়। নিহত ব্যক্তির নাম খোরশেদ আলম। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, রাতে গলির রাস্তায় তিনজন ব্যক্তি খোরশেদের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে তাঁকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে লাঠি দিয়ে আঘাত করা হয়। মাটিতে পড়ে যাওয়ার পরও নিস্তেজ না হওয়া পর্যন্ত তাঁকে মারধর করা হয়। আশপাশে লোকজন উপস্থিত থাকলেও কেউ এগিয়ে আসেননি।
ঘটনার একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মারধরের পর খোরশেদের নড়াচড়া বন্ধ হয়ে গেলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, নিহত ব্যক্তির মাথা ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িতদের মধ্যে মো. হোসেন নামে একজনকে শনাক্ত করা হয়েছে। এ ছাড়া আরও একজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রাথমিক তদন্তে নিহতের সঙ্গে অভিযুক্তদের কোনো পূর্বশত্রুতার তথ্য পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। ধারণা করা হচ্ছে, সামান্য বিষয় নিয়ে—মুখের দুর্গন্ধ সংক্রান্ত কথাকাটাকাটি থেকেই এই সহিংসতার সূত্রপাত হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, এর আগেও বায়েজিদ বোস্তামী এলাকায় সহিংসতার ঘটনা ঘটেছে। সম্প্রতি একই থানার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় এক র্যাব সদস্য নিহত হন, আহত হন আরও কয়েকজন। নগরে ধারাবাহিক সহিংস ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।