Friday, January 23, 2026

সীতাকুণ্ডে র‍্যাব সদস্য হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার


প্রতীকী ছবিঃ হাতকড়া (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র‍্যাবের অভিযানের সময় দুর্বৃত্তদের হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হওয়ার ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে র‍্যাবের এক উপসহকারী পরিচালক বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি করেন। মামলায় জঙ্গল সলিমপুর আলীনগর এলাকার ইয়াসিন বাহিনীর প্রধান মোহাম্মদ ইয়াসিন ও তাঁর সহযোগী নুরুল হক ভান্ডারীসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও প্রায় ২০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এজাহারভুক্ত আসামিদের মধ্যে মোহাম্মদ ইউনুস ও জাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আরিফ হোসেন নামে আরও একজনকে আটক করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

ওসি জানান, মামলার পরপরই জঙ্গল সলিমপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। মামলার প্রধান আসামি মোহাম্মদ ইয়াসিনের বিরুদ্ধে আগে থেকেই চারটি এবং নুরুল হক ভান্ডারীর বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত সোমবার বিকেল চারটার দিকে জঙ্গল সলিমপুর এলাকায় র‍্যাবের একটি অভিযানের সময় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। হামলাকারীরা তিনজন র‍্যাব সদস্য ও এক স্থানীয় ব্যক্তিকে জিম্মি করে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরের দুর্গম আলীনগর এলাকায় নিয়ে যান। সেখানে একটি নবনির্মিত দোকানে তাঁদের মারধর করা হয়। এ সময় র‍্যাবের চারটি পিস্তল ছিনিয়ে নেওয়া হয়।

পরে ফৌজদারহাট পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে। উদ্ধার অভিযানের সময় ওই দোকানের পাশ থেকে র‍্যাবের ছিনিয়ে নেওয়া চারটি পিস্তলও উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এলাকায় চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন