Thursday, January 22, 2026

২০২৭ পর্যন্ত মেমোরি দামের অস্থিরতা থাকতে পারে বলে সতর্ক করল কমপাল


ছবিঃ তাইওয়ানের তাইপেতে ২২ জানুয়ারি ২০২৬ তারিখে কোম্পানির বর্ষশেষ অনুষ্ঠানের আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমপালের চেয়ারম্যান রে চেন এবং প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্থনি পিটার বোনাদেরো ছবি তোলার জন্য পোজ দেন। (সংগৃহীত । রয়টার্স/অ্যান ওয়াং)

স্টাফ রিপোর্ট: PNN

তাইওয়ানের নোটবুক ও পার্সোনাল কম্পিউটার প্রস্তুতকারক প্রতিষ্ঠান কমপাল ইলেকট্রনিক্স সতর্ক করেছে যে, বৈশ্বিক বাজারে মেমোরি চিপের দাম যেভাবে দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তা কোনো স্বল্পমেয়াদি প্রবণতা নয়; বরং এই অস্থিরতা ২০২৭ সাল পর্যন্ত স্থায়ী থাকতে পারে। এর সরাসরি প্রভাব পড়বে বিশ্বব্যাপী কম্পিউটার ও ইলেকট্রনিক্স শিল্পে।

প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বিশ্বব্যাপী নোটবুক ও পার্সোনাল কম্পিউটার সরবরাহ স্বল্প একক অঙ্কের হারে কমে যেতে পারে। তবে কমপালের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্থনি পিটার বোনাদেরো জানিয়েছেন, সামগ্রিক বাজার চাপের মধ্যেও কোম্পানির নিজস্ব ব্যবসা তুলনামূলকভাবে স্থিতিশীল থাকতে পারে। তার মতে, বৈচিত্র্যময় গ্রাহকভিত্তির কারণে কমপালের নোটবুক ও পিসি বিক্রি স্থির থাকবে বা সামান্য বৃদ্ধি পেতে পারে।

মেমোরি চিপের বর্তমান পরিস্থিতিকে তিনি একটি ব্যতিক্রমধর্মী ‘সুপার সাইকেল’ হিসেবে বর্ণনা করেছেন, যা আগে খুব কমই দেখা গেছে। বোনাদেরোর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডেটা সেন্টারের দ্রুত বিস্তারের কারণে মেমোরি চিপের চাহিদা হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে, কিন্তু সরবরাহ সেই অনুপাতে বৃদ্ধি পায়নি।

বিশ্বের শীর্ষ মেমোরি চিপ উৎপাদক প্রতিষ্ঠানগুলো—স্যামসাং ইলেকট্রনিকস, এসকে হাইনিক্স এবং মাইক্রন টেকনোলজি ইতোমধ্যেই জানিয়েছে যে, এআই সার্ভারের জন্য উচ্চ ব্যান্ডউইথ মেমোরি (এইচবিএম) সরবরাহে তারা বড় ধরনের চাপে রয়েছে। এআই খাতে অগ্রাধিকার দেওয়ার কারণে সাধারণ কম্পিউটার শিল্পে ব্যবহৃত মেমোরি চিপের সরবরাহ আরও সংকুচিত হতে পারে বলে আশঙ্কা করছে কমপাল।

বোনাদেরো আরও জানান, আগে একটি পিসির মোট উৎপাদন খরচের মধ্যে মেমোরি চিপের অংশ ছিল প্রায় পনেরো থেকে আঠারো শতাংশ। বর্তমানে পরিস্থিতি এমন যে, এটি পঁইত্রিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যা উৎপাদন ব্যয় ও চূড়ান্ত পণ্যের দামে বড় প্রভাব ফেলতে পারে।

এই বাস্তবতাকে সামনে রেখে কমপাল এআই-সংক্রান্ত ব্যবসা ও এআই সার্ভার উৎপাদনে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রে চেন জানান, ভবিষ্যতের প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে এআই খাতকে বিবেচনা করা হচ্ছে। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে কার্যক্রম সম্প্রসারণে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। টেক্সাসে নির্মাণাধীন কারখানাটি চলতি বছরের শেষ নাগাদ এআই সার্ভার উৎপাদন শুরু করতে পারে।

এছাড়া, বৈশ্বিক ঝুঁকি কমাতে এবং গ্রাহকদের চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করতে উৎপাদন ব্যবস্থাকে ভৌগোলিকভাবে আরও বৈচিত্র্যময় করার পরিকল্পনা নিয়েছে কমপাল। এই উদ্যোগের আওতায় যুক্তরাষ্ট্র, তাইওয়ান এবং ভিয়েতনামে উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রস্তুতি চলছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন