- ২১ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
ইলন মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিভাগ ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ (ডোজ)-এর দুই সদস্য যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা নম্বর (এসএসএন) সংক্রান্ত সংবেদনশীল তথ্য ব্যবহার ও আদান–প্রদানের সঙ্গে জড়িত থাকতে পারেন এমন গুরুতর অভিযোগ উঠে এসেছে আদালতে দাখিল করা নথিতে।
পলিটিকোর এক প্রতিবেদনের পর বিষয়টি আলোচনায় আসে। আদালতে জমা দেওয়া নথিগুলো যুক্তরাষ্ট্রের সামাজিক নিরাপত্তা প্রশাসন (এসএসএ)-এর তথ্য ব্যবহারের বৈধতা নিয়ে চলমান আইনি লড়াইয়ের অংশ হিসেবে আগের সাক্ষ্যের সংশোধনী হিসেবে উপস্থাপন করা হয়েছে।
আদালতের নথিতে বলা হয়, ২০২৫ সালের মার্চ মাসে একটি রাজনৈতিক অধিকারকর্মী সংগঠন এসএসএতে কর্মরত ডোজ দলের দুই সদস্যের সঙ্গে যোগাযোগ করে। ওই সংগঠন তাদের কাছে বিভিন্ন অঙ্গরাজ্যের ভোটার তালিকা বিশ্লেষণের অনুরোধ জানায়। সংগঠনটির দাবি ছিল, ভোটে কারচুপির প্রমাণ খুঁজে বের করা এবং কিছু অঙ্গরাজ্যে নির্বাচনের ফলাফল বাতিলের চেষ্টা করা।
বিচার বিভাগীয় কর্মকর্তা এলিজাবেথ শাপিরো আদালতের নথিতে উল্লেখ করেন, এসব যোগাযোগের পর ডোজ দলের একজন সদস্য যিনি একই সঙ্গে এসএসএর কর্মী ওই সংগঠনের সঙ্গে একটি ‘ভোটার ডেটা চুক্তি’ স্বাক্ষর করে পাঠান।
নথিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট ডোজ সদস্যরা এমন কিছু ব্যক্তিগত তথ্য ব্যবহার করে থাকতে পারেন, যেগুলোর প্রবেশাধিকার আদালতের নির্দেশে তখন নিষিদ্ধ ছিল। অভিযোগ রয়েছে, এসব তথ্য অনুমোদনহীন তৃতীয় পক্ষের সার্ভারে সংরক্ষণ বা শেয়ার করা হতে পারে।
তবে শাপিরো স্পষ্ট করে জানান, সংশ্লিষ্ট দুই সদস্য ছাড়া এসএসএর অন্য কোনো কর্মকর্তা ওই যোগাযোগ বা চুক্তির বিষয়ে অবগত ছিলেন এমন কোনো প্রমাণ নেই।
এখনো নিশ্চিত হওয়া যায়নি যে ডেটা বাস্তবে শেয়ার করা হয়েছিল কি না। তবে ইমেইল আদান–প্রদানের সূত্র ধরে ধারণা করা হচ্ছে, ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখতে ডোজ সদস্যদের সামাজিক নিরাপত্তা প্রশাসনের ডেটা ব্যবহারে সহায়তা করতে বলা হয়েছিল।
এই ঘটনার প্রেক্ষিতে সামাজিক নিরাপত্তা প্রশাসন ডোজের ওই দুই কর্মচারীকে ‘হ্যাচ অ্যাক্ট’ লঙ্ঘনের সম্ভাব্য অভিযোগে তদন্তের জন্য পাঠিয়েছে। এই আইন অনুযায়ী, ফেডারেল কর্মচারীরা তাঁদের সরকারি পদ ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারেন না।
উল্লেখ্য, গত বছর একজন ফেডারেল বিচারক ডোজ সদস্যদের এসএসএর তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। ওই ব্যবস্থায় সামাজিক নিরাপত্তা নম্বর ছাড়াও চিকিৎসা সংক্রান্ত তথ্য, ড্রাইভিং লাইসেন্স নম্বর ও কর সংক্রান্ত সংবেদনশীল তথ্য সংরক্ষিত ছিল। পরবর্তী সময়ে একজন হুইসেলব্লোয়ার অভিযোগ করেন, ডোজ বিপুল সংখ্যক সামাজিক নিরাপত্তা রেকর্ড একটি নিরাপত্তাহীন ক্লাউড সার্ভারে আপলোড করেছিল।
এই অভিযোগ নতুন করে যুক্তরাষ্ট্রে সরকারি তথ্য সুরক্ষা ও রাজনৈতিক অপব্যবহার নিয়ে বিতর্ককে আরও উসকে দিয়েছে।