- ২১ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বৃহস্পতিবার ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের কারণে মিরপুর থেকে নিউমার্কেটগামী প্রধান সড়কে এক ঘণ্টার বেশি সময় যান চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হলে উভয় পক্ষের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করে রাখে।
সংঘর্ষের সময় ঢাকা কলেজের একটি বাসে ভাঙচুর চালানো হয়। শিক্ষার্থীরা পুলিশের দিকেও ইটপাটকেল নিক্ষেপ করে বলে অভিযোগ রয়েছে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। সংঘর্ষ চলাকালে সড়কের ওপর আগুন জ্বালিয়ে দেওয়া হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রায় দেড় ঘণ্টা ধরে অচলাবস্থার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে নিজ নিজ ক্যাম্পাসে পাঠানো হয়। পরে বেলা সোয়া একটার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশের নিউমার্কেট অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. শওকত আলী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়েছে। সংঘর্ষের কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।