Tuesday, January 20, 2026

যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিসার জন্য বাংলাদেশে নতুন ভিসা বন্ড নীতি কার্যকর হচ্ছে


ছবিঃ ঢাকায় মার্কিন দূতাবাস (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশি নাগরিক যারা যুক্তরাষ্ট্রে ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১/বি২ ভিসার জন্য আবেদন করবেন, তাদের সর্বোচ্চ পনেরো হাজার (১৫,০০০) আমেরিকান ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য হবে না, জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

দূতাবাসের বরাতে জানা গেছে, ভিসা বন্ড শুধুমাত্র ব্যবসা ও পর্যটন ভিসার (বি১/বি২) জন্য প্রযোজ্য। শিক্ষার্থীদের ক্ষেত্রে ভিসা বন্ডের কোনো শর্ত নেই। যারা ২০২৬ সালের ২১ জানুয়ারির আগে বৈধ বি১/বি২ ভিসা পেয়েছেন, তাদের ক্ষেত্রে নতুন এই শর্ত প্রযোজ্য হবে না।

মার্কিন দূতাবাস সতর্ক করেছে, ভিসা সাক্ষাৎকারের আগে কোনোভাবেই আগাম বন্ড পরিশোধ করা উচিত নয়, কারণ এটি ভিসা নিশ্চিত করার অর্থ দেবে না। এছাড়া তৃতীয় পক্ষের ওয়েবসাইট থেকে বন্ড পরিশোধ করলে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। সাক্ষাৎকার শেষে যথাযথ নিয়ম মেনে বন্ড জমা দিলে অর্থ ফেরতযোগ্য হবে।

দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভিসা–সংক্রান্ত সর্বশেষ ও সঠিক তথ্যের জন্য সরকারি ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।

বাংলাদেশি নাগরিকদের জন্য এই নতুন বন্ড নীতি যুক্তরাষ্ট্রে ব্যবসা ও পর্যটনের উদ্দেশ্যে ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে। ভিসা আবেদনকারীদের আগে থেকে প্রস্তুত থাকা ও দূতাবাসের নির্দেশনা অনুসরণ করা জরুরি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন