Tuesday, October 14, 2025

চলতি অর্থবছরে রপ্তানিতে ৬ হাজার ৩৫০ কোটি ডলারের লক্ষ্য, নতুন বাজারে সম্প্রসারণে জোর


ছবিঃ বাণিজ্য সচিব মাহবুবুর রহমান (সংগৃহীত)

চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ পণ্য ও সেবা মিলিয়ে ৬ হাজার ৩৫০ কোটি মার্কিন ডলারের রপ্তানি আয় অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলারের আয়ের পরিকল্পনা রয়েছে। গত অর্থবছরের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৭৫০ কোটি মার্কিন ডলার।

মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, চলতি অর্থবছরের লক্ষ্য ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ১৬.৫ শতাংশ বেশি। তিনি বলেন, তৈরি পোশাক খাতের ওভেন খাত থেকে ২০.৭৯ বিলিয়ন ডলার এবং নিট পোশাক থেকে ২৩.৭০ বিলিয়ন ডলার রপ্তানির সম্ভাবনা রয়েছে। এছাড়া চামড়া ও চামড়াজাত পণ্য থেকে ১.২৫ বিলিয়ন ডলার, পাট ও পাটজাত পণ্য থেকে ৯০০ মিলিয়ন ডলার এবং কৃষিপণ্য থেকে ১.২১ বিলিয়ন ডলার রপ্তানির আশা করা হচ্ছে।

বাণিজ্য সচিব আরও জানান, সেবা খাতের আয়ের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বাভাসের তুলনায় বাস্তবে আরও বেশি হতে পারে। লক্ষ্য নির্ধারণের আগে সংশ্লিষ্ট খাতগুলোর সঙ্গে আলোচনা করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে প্রতিটি খাতের প্রধানদের সঙ্গে বৈঠক করে রপ্তানির প্রধান প্রতিবন্ধকতাগুলো শনাক্ত ও সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাণিজ্য উপদেষ্টা উল্লেখ করেন, লক্ষ্যটি তুলনামূলকভাবে রক্ষণশীলভাবে নির্ধারণ করা হলেও বাস্তবে রপ্তানি আরও বেশি হতে পারে। এছাড়া, অপ্রচলিত পণ্য রপ্তানি এবং নতুন বাজার সম্প্রসারণে সরকার কাজ করে যাচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন