Tuesday, October 14, 2025

আগামী নির্বাচনে ঋণখেলাপিরা অংশ নিতে পারবে না: অর্থ উপদেষ্টা


ফাইল ছবিঃ অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ (সংগৃহীত)

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী নির্বাচনে ঋণখেলাপিরা অংশগ্রহণ করতে পারবে না। তিনি বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয়োজনে ইপি পেনশন উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশনের উচিত ঋণখেলাপিদের সনাক্ত করা। তবে সমস্যা হচ্ছে কোর্টের স্টে অর্ডারের কারণে। তিনি উদাহরণ দিয়ে বলেন, মহিউদ্দিন খান আলমগীরও ঋণখেলাপি অবস্থায় পাঁচ বছর পর্যন্ত নির্বাচনে অংশ নিয়েছিলেন।

কালো টাকা রোধে সরকারের পদক্ষেপ সম্পর্কে প্রশ্নের জবাবে ড. সালেহ উদ্দিন বলেন, “কালো টাকার ক্ষেত্রে দুটি বিষয় আছে—উৎস এবং প্রসেস। উৎস এখন আগের তুলনায় বেশ কিছুটা বন্ধ হয়েছে। আগে ব্যাংকের মালিক, শিল্পপ্রতিষ্ঠানের মালিক, নিউজপেপারের মালিক, ফ্লাটের মালিক—সব একজনের দখলে থাকতো। এখন পরিস্থিতি মোটামুটি চেক ও ব্যালেন্সে আছে।”

তিনি আরও যোগ করেন, “অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে রাজনৈতিক সংস্কৃতির ওপর। যদি রাজনীতিবিদরা উৎসাহ দেন যে টাকা-পয়সা দিয়ে নমিনেশন বা ভোট দেওয়া যাবে, তাহলে আমরা অর্থ মন্ত্রণালয় থেকে কিছুই করতে পারব না।”

ড. সালেহ উদ্দিনের এ বক্তব্যে আগামী নির্বাচনে স্বচ্ছতা ও ঋণখেলাপি নিয়ন্ত্রণে সরকারের মনোযোগ প্রতিফলিত হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন