Tuesday, October 14, 2025

চাঁদপুরে পূর্ব বিরোধের জের ধরে একজন নিহত


ছবিঃ উদ্ধারকৃত মিজানুর রহমান অভি এর মরদেহ (সংগৃহীত)

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার হাশিমপুর বকুলতলা এলাকায় মিজানুর রহমান অভি (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, পূর্ব বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে। নিহত অভি নারায়ণগঞ্জে পরিবার নিয়ে বসবাস করতেন এবং পেশায় অটোরিকশা চালক ছিলেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, অভি কয়েক দিন আগে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর এসেছিলেন। সম্প্রতি এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অভি ও নাহিদ গাজীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। নাহিদ ওই এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ উঠেছে।

অভির বন্ধু নুর আলম বেপারী জানান, ঘটনার রাত সোয়া ৩টার দিকে নাহিদ গাজীর ভাই নাজমুল গাজীর নাম্বার থেকে তাকে হুমকি দেওয়া হয়। ফোনে বলা হয়, “অভিকে খেয়ে ফেলেছি, তোকেও খেয়ে ফেলবো।” সেই সময় ফোনের অন্যপ্রান্ত থেকে কান্নার শব্দও শোনা যায়।

মঙ্গলবার রাতের হুমকির পর বুধবার ভোরে স্থানীয় কামাল নামের একজন রাস্তায় রক্তাক্ত অবস্থায় অভিকে পড়ে থাকতে দেখেন এবং এলাকাবাসীকে খবর দেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক জানান, পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে প্রমাণ সংগ্রহ করেছে। অভিযুক্ত নাহিদ গাজীর বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান চলছে।

স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের পর থেকে নাহিদ গাজী নিখোঁজ রয়েছেন। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া গেছে।

এই হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন