- ১৪ অক্টোবর, ২০২৫
ভারতের মেঘালয় রাজ্যের খাসি হিলস জেলার কৈথাকোণা গ্রামে গণপিটুনিতে নিহত হয়েছেন আকরাম হোসেন (৩০) নামে এক বাংলাদেশি যুবক। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। সোমবার বিকেলে এ ঘটনা ঘটলেও বুধবার (১৩ আগস্ট) সকালে বিষয়টি প্রকাশ্যে আসে।
নিহত আকরাম শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আকরাম দীর্ঘদিন বরিশালে বসবাস করতেন। সোমবার বিকেলে কয়েকজন সঙ্গী নিয়ে অবৈধভাবে ভারত সীমান্ত অতিক্রম করেন তিনি। পরে স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ে মারাত্মকভাবে প্রহৃত হন।
বিজিবির নৌকুচি সীমান্ত ফাঁড়ি সূত্র জানায়, বিএসএফের দাবি অনুযায়ী, ওই দলটি ভারতের রোংদাংগাই গ্রামের এক বাসিন্দাকে অপহরণ ও ছিনতাইয়ের চেষ্টা করেছিল। এ সময় গ্রামবাসী তাদের আটক করে গণপিটুনি দেয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আকরাম মারা যান। আহতদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর আদালতে সোপর্দ করা হয়েছে, বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।
ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমীন জানান, আকরামের বিরুদ্ধে থানায় একটি অপহরণ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এই ঘটনায় সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।