- ১৩ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’-এ জুলাই সনদ বাস্তবায়নে সরকারের প্রতি কোনো ধরনের ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “গত এক বছর ছাড় দিয়েছি, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি—কিন্তু জুলাই সনদে এক পার্সেন্ট ছাড়ও দেওয়া হবে না।”
মঙ্গলবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তির উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই সনদে ঘোষিত মৌলিক সংস্কারের রূপরেখা কার্যকর হলে গণতন্ত্র সুসংহত হবে এবং স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না। তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য বজায় রাখা এবং দেশের স্থিতিশীলতা রক্ষার ওপর গুরুত্ব দেন।
সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচনের তীব্র বিরোধিতা করে বলেন, “যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তাহলে সংস্কারের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের আত্মত্যাগ বৃথা যাবে।” তিনি গোয়েন্দা সংস্থার জবাবদিহি ও স্বচ্ছতার বিষয়েও প্রশ্ন তোলেন।
এছাড়া অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা, যুবদের কর্মসংস্থান, নেতৃত্বে অংশগ্রহণ এবং সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতির ওপর গুরুত্ব দেন।
সম্মেলনে জাতীয় যুব শক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম যুব উন্নয়ন ও রাষ্ট্র গঠনে যুবকদের ভূমিকা নিয়ে সাত দফা ইশতেহার ঘোষণা করেন। এতে কর্মসংস্থান, গণতান্ত্রিক অংশগ্রহণ, শারীরিক-মানসিক বিকাশ, সাংস্কৃতিক স্বাধীনতা, উদ্যোক্তা বিকাশ, দক্ষ অভিবাসন এবং মেধাবীদের দেশে ফেরানোর উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে।