Monday, January 12, 2026

ছয় মাস পর আবারও কমল সঞ্চয়পত্রের মুনাফা


প্রতীকী ছবিঃ সঞ্চয়পত্র (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ছয় মাসের ব্যবধানে আবারও সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়েছে সরকার। আজ বুধবার (১ জানুয়ারি) থেকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (ইআরডি) ঘোষিত নতুন মুনাফার হার কার্যকর হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ১০ দশমিক ৫৯ শতাংশ এবং সর্বনিম্ন ৮ দশমিক ৭৪ শতাংশ। এর আগে গত জুলাই মাসেও সঞ্চয়পত্রের মুনাফা কমানো হয়েছিল। সরকারি নীতিমালা অনুযায়ী, প্রতি ছয় মাস অন্তর সঞ্চয়পত্রের মুনাফা হার পর্যালোচনা করা হয়।

ইআরডি সূত্রে জানা গেছে, মুনাফা নির্ধারণের ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণকে গুরুত্ব দেওয়া হয়েছে। সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে তুলনামূলক বেশি মুনাফা পাওয়া যাবে, আর এর বেশি বিনিয়োগে মুনাফার হার কিছুটা কম হবে।

নতুন হার অনুযায়ী, পরিবার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে পাঁচ বছর মেয়াদ শেষে মুনাফা পাওয়া যাবে ১০ দশমিক ৫৪ শতাংশ। একই সঞ্চয়পত্রে বেশি বিনিয়োগে মুনাফা নির্ধারণ করা হয়েছে ১০ দশমিক ৪১ শতাংশ। পেনশনার সঞ্চয়পত্রে কম বিনিয়োগে সর্বোচ্চ ১০ দশমিক ৫৯ শতাংশ এবং বেশি বিনিয়োগে ১০ দশমিক ৪১ শতাংশ মুনাফা পাওয়া যাবে।

বাংলাদেশ সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফার হার ১০ দশমিক ৪৪ শতাংশ এবং বেশি বিনিয়োগে ১০ দশমিক ৪১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রেও হার কমিয়ে যথাক্রমে ১০ দশমিক ৪৮ ও ১০ দশমিক ৪৩ শতাংশ করা হয়েছে।

ইআরডি জানিয়েছে, ২০২৫ সালের ১ জুলাইয়ের আগে যেসব সঞ্চয়পত্র ইস্যু করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে আগের মুনাফার হারই বহাল থাকবে। তবে মেয়াদ শেষে পুনর্বিনিয়োগের ক্ষেত্রে নতুন মুনাফার হার কার্যকর হবে।

অর্থনীতিবিদদের মতে, সঞ্চয়পত্রের গ্রাহকদের বড় একটি অংশ মধ্যবিত্ত ও অবসরপ্রাপ্ত মানুষ। চলমান মূল্যস্ফীতি ৮ থেকে ৯ শতাংশের কাছাকাছি থাকায় মুনাফা কমার ফলে নতুন বছরে এই শ্রেণির মানুষের ওপর আর্থিক চাপ আরও বাড়তে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন