- ১২ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
আইপিএল নিলামে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি রুপিতে দলে ভেড়ানোকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্কে জড়িয়েছেন বলিউড সুপারস্টার ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। এ ঘটনায় তাকে ‘গাদ্দার’ বা দেশদ্রোহী বলে মন্তব্য করেছেন ভারতের উত্তরপ্রদেশের বিজেপির কট্টরপন্থী নেতা সঙ্গীত সোম।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএলের মেগা নিলামে মুস্তাফিজকে বড় অঙ্কে দলে নেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সঙ্গীত সোম। এক বক্তব্যে তিনি বলেন, বিদেশি—বিশেষ করে বাংলাদেশের—খেলোয়াড়দের ভারতে খেলার সুযোগ দেওয়া উচিত নয়। এমনকি তিনি হুমকির সুরে বলেন, মুস্তাফিজ যদি ভারতে খেলতে আসেন, তাহলে তাকে বিমানবন্দরের বাইরে পা রাখতে দেওয়া হবে না।
শুধু তাই নয়, শাহরুখ খানকে লক্ষ্য করে আরও কড়া ভাষা ব্যবহার করেন ওই বিজেপি নেতা। তার অভিযোগ, ভারতের মানুষের ভালোবাসা ও অর্থ ব্যবহার করেই শাহরুখ দেশের স্বার্থবিরোধী কাজে যুক্ত হচ্ছেন। সঙ্গীত সোমের ভাষ্য অনুযায়ী, কখনও পাকিস্তানকে সহায়তার অভিযোগ, আবার কখনও বিদেশি খেলোয়াড় কিনতে কোটি কোটি টাকা ব্যয়—এসব আর মেনে নেওয়া হবে না।
এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই একে ক্রীড়াক্ষেত্রে রাজনীতির অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ হিসেবে দেখছেন। আবার অনেকে বলছেন, আইপিএল একটি বাণিজ্যিক ও আন্তর্জাতিক ক্রিকেট লিগ, যেখানে খেলোয়াড় নির্বাচন জাতীয়তার ভিত্তিতে নয়, দক্ষতার ভিত্তিতেই হয়ে থাকে।
এর আগেও বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য ও বিতর্কে জড়াতে হয়েছে শাহরুখ খানকে। তবে এবার সরাসরি তাকে ‘দেশদ্রোহী’ আখ্যা দেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এ বিষয়ে এখনো শাহরুখ খান বা কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।