Tuesday, January 13, 2026

হাঁটুর চোটে ছিটকে গেলেন এমবাপ্পে, দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদ


ছবিঃ রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে । (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

চলতি মৌসুমে ব্যস্ত সূচির মধ্যে প্রায় প্রতিটি ম্যাচেই খেলতে হয়েছে কিলিয়ান এমবাপ্পেকে। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ ২৫টি ম্যাচ খেলেছে, যার মধ্যে মাত্র একটিতে ছিলেন না ফরাসি এই তারকা। টানা ম্যাচ খেলার চাপ শেষ পর্যন্ত নেতিবাচক প্রভাব ফেলেছে তার ওপর।

আগামী ৪ জানুয়ারি লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচ দিয়ে শীর্ষে ফেরার লড়াই শুরু করার কথা ছিল রিয়াল মাদ্রিদের। তবে ম্যাচটির আগে বড় ধাক্কা খেল দলটি। হাঁটুর চোটের কারণে এই ম্যাচে এমবাপ্পেকে পাবে না রিয়াল। বুধবার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, ক্লাবের মেডিকেল টিম এমবাপ্পের শারীরিক পরীক্ষা করেছে এবং তার বাঁ হাঁটুতে মচকানোর বিষয়টি ধরা পড়েছে। তবে ঠিক কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ক্লাব।

এমবাপ্পের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। ফরাসি সংবাদমাধ্যমগুলোও একই সময়ের কথা জানিয়েছে। নতুন বছরের শুরুতেই এমন খবর রিয়াল সমর্থকদের জন্য মোটেও স্বস্তিদায়ক নয়।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ গোল করে রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে। লা লিগাতেও এখন পর্যন্ত সর্বোচ্চ গোল তারই। রিয়ালের মোট গোলের বড় একটি অংশই এসেছে তার পা থেকে। ফলে তার অনুপস্থিতি দলটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

চোটের কারণে লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচ ছাড়াও ৭ থেকে ১১ জানুয়ারির স্প্যানিশ সুপার কাপের ম্যাচগুলোতে এমবাপ্পের খেলা অনিশ্চিত। এরপর লেভান্তের বিপক্ষে লিগ ম্যাচ ও মোনাকোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও তার না খেলার সম্ভাবনা রয়েছে।

কীভাবে এই চোট পেয়েছেন এমবাপ্পে, সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানায়নি রিয়াল। তবে টানা ম্যাচ খেলার ফলে হাঁটুতে অস্বস্তি বাড়তে বাড়তে শেষ পর্যন্ত চোটে পড়েছেন—এমনটাই জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যমগুলো।

এর আগে ব্যক্তিগত পারফরম্যান্সে দুর্দান্ত সময় কাটিয়েছেন এমবাপ্পে। এক বছরে ৫৯ গোল করে তিনি ক্লাব কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর একটি রেকর্ড স্পর্শ করেন। পিএসজি থেকে রিয়ালে যোগ দেওয়ার পর ৮৩ ম্যাচে ৭৩ গোল করেছেন তিনি। কিন্তু মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এই চোট রিয়াল মাদ্রিদের শিরোপা লড়াইয়ে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন