- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সংগঠনের সদস্যদের গোপন ভোটে তিনি এ দায়িত্ব পান।
সংগঠনের অভ্যন্তরীণ সূত্র জানায়, ছাত্রশিবিরের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নবনির্বাচিত সভাপতি সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেবেন। এ সংক্রান্ত আনুষ্ঠানিক কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
নুরুল ইসলাম সাদ্দাম এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলেন। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতার কারণে তাকে নেতৃত্বের জন্য উপযুক্ত বলে মনে করছেন শিবিরের নেতাকর্মীরা।
শিক্ষাজীবনে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত রয়েছেন।
নতুন সভাপতির নেতৃত্বে ছাত্রশিবির শিক্ষার্থীদের অধিকার, নৈতিকতা ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের সংশ্লিষ্টরা।