- ১৩ অক্টোবর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় চলতি সপ্তাহের জন্য পূর্ব নির্ধারিত সকল বিভাগ-ইনস্টিটিউটের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদের স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী মঙ্গলবার (২ সেপ্টেম্বর), বুধবার (৩ সেপ্টেম্বর) ও বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা স্থগিত থাকবে।
ঘটনার সূত্রপাত হয়েছিল শনিবার (৩০ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় এক ছাত্রীকে হেনস্তার ঘটনায়। পরবর্তীতে রবিবার সকাল থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন এবং দুপুরে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উপ-উপাচার্য, প্রক্টরসহ সহস্রাধিক শিক্ষার্থী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছিল।
কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে চলতি সপ্তাহ জুড়ে চবির সব বিভাগের পরীক্ষা স্থগিত থাকছে।