Tuesday, October 14, 2025

চবিতে চলতি সপ্তাহের সব পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর পরিস্থিতি উত্তপ্ত


ছবিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় চলতি সপ্তাহের জন্য পূর্ব নির্ধারিত সকল বিভাগ-ইনস্টিটিউটের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদের স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী মঙ্গলবার (২ সেপ্টেম্বর), বুধবার (৩ সেপ্টেম্বর) ও বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা স্থগিত থাকবে।

ঘটনার সূত্রপাত হয়েছিল শনিবার (৩০ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় এক ছাত্রীকে হেনস্তার ঘটনায়। পরবর্তীতে রবিবার সকাল থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন এবং দুপুরে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উপ-উপাচার্য, প্রক্টরসহ সহস্রাধিক শিক্ষার্থী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছিল।

কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে চলতি সপ্তাহ জুড়ে চবির সব বিভাগের পরীক্ষা স্থগিত থাকছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন