- ১৩ অক্টোবর, ২০২৫
চাঁদপুরের পদ্মা-মেঘনার মোহনায় ইলিশের জোয়ার দেখা যাচ্ছে। গত কয়েকদিন ধরে জেলার মাছঘাটে সরবরাহ বেড়েছে, তবে বড় আকারের মাছের তুলনায় ছোট ইলিশই বেশি আসছে। ফলে দাম কিছুটা কমলেও তা এখনও সাধারণ ক্রেতাদের জন্য বেশি।
শনিবার (৯ আগস্ট) চাঁদপুর মাছঘাটে দেখা গেছে, গত তিনদিন ধরে প্রতিদিন গড়ে ৫০০ থেকে ৬০০ মণ ইলিশ আসছে। সরবরাহ বাড়ায় ঘাটে কর্মচাঞ্চল্য বেড়েছে—হকার, আড়তদার, শ্রমিক ও পাইকারদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে এলাকা।
মাছ ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, বাজারে আসা ইলিশের বেশিরভাগের ওজন ৫০০ থেকে ৮০০ গ্রামের মধ্যে। এক কেজির বেশি ওজনের বড় ইলিশ খুব কমই পাওয়া যাচ্ছে। ছোট ইলিশের দাম তুলনামূলক কম হলেও বড় ইলিশের দাম এখনও চড়া।
এক ক্রেতা জানান, “আগে এক কেজি ইলিশ ৩ হাজার টাকা পর্যন্ত ছিল, এখন ২ হাজার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে। ছোট ইলিশও ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকার মধ্যে—এটা এখনও অনেক বেশি।”
এক আড়তদার বলেন, “এই মৌসুমে প্রতিদিন আরও বেশি মাছ আসার কথা থাকলেও ৬০০ মণ খুব বেশি নয়। সরবরাহ কম থাকায় দামের ওপর বড় প্রভাব পড়ছে না।”
ব্যবসায়ীরা আশা করছেন, আগামী সপ্তাহে সরবরাহ আরও বাড়লে দাম কমে বাজারে স্থিতিশীলতা ফিরবে। তবে আপাতত পর্যাপ্ত সরবরাহ না থাকায় ইলিশের বাজার সাধারণ ভোক্তার জন্য স্বস্তিদায়ক হয়নি।