- ১৪ অক্টোবর, ২০২৫
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরীকে জুমার নামাজের আগে মসজিদে লাঞ্ছিতের চেষ্টা করেছে যুবলীগ ও ছাত্রলীগের একদল কর্মী। গত শুক্রবার সলিমপুর ইউনিয়নের হযরত কালুশাহ জামে মসজিদে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখছিলেন আনোয়ার সিদ্দিক চৌধুরী। এ সময় মসজিদের বাইরে থেকে প্রায় ২০-৩০ জন যুবলীগ ও ছাত্রলীগের কর্মী ভেতরে প্রবেশ করে উচ্চস্বরে কটূক্তি শুরু করে এবং হট্টগোল সৃষ্টি করে তাকে লাঞ্ছিতের চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা দ্রুত মসজিদ ত্যাগ করে পালিয়ে যায়।
আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেন, “গত দুই মাস ধরে উপজেলার বিভিন্ন মসজিদে কমিটির অনুমতি নিয়ে জুমার আগে মুসল্লিদের কাছে নিজের ও পরিবারের পরিচিতি তুলে ধরছি এবং দোয়া কামনা করছি। রাজনৈতিক বক্তব্য দেইনি। কিন্তু কিছু সন্ত্রাসী পূর্বপরিকল্পিতভাবে আমাকে অপমানিত করার চেষ্টা করেছে।”
মসজিদের মুসল্লি সেলিম মেম্বার জানান, অতীতে আওয়ামী লীগের নেতারাও জুমার আগে বক্তব্য দিয়েছেন। কিন্তু জামায়াত প্রার্থী কথা বলতেই পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করা হয়েছে। ব্যবসায়ী ও মুসল্লি তারেকের অভিযোগ, সাবেক খতিব ওমাইয়া রেজবির অনুসারী যুবলীগ-ছাত্রলীগের কিছু আসামি মসজিদের পবিত্র পরিবেশ নষ্ট করেছে।
সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।”