Tuesday, October 14, 2025

বরিশাল বিশ্ববিদ্যালয়ে লিখিত আশ্বাসে অনশন ভাঙালেন উপাচার্য


ছবিঃ জুস পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙালেন উপাচার্য (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | বরিশাল :

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের লিখিত আশ্বাস পাওয়ার পর তাদের আমরণ অনশন ভাঙেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে প্রায় ২৫ ঘণ্টা পর উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলম নিজ হাতে শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাঙান। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে বুকে জড়িয়ে পড়েন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর নিচতলায় সাত শিক্ষার্থী আমরণ অনশনে বসেছিলেন। অনশন শুরুর কিছুক্ষণ পর উপাচার্য শিক্ষার্থীদের অনশন ভাঙানোর চেষ্টা করেন, কিন্তু তা ব্যর্থ হয়। এরপর তিনি রাতভর শিক্ষার্থীদের পাশে অবস্থান করেন।

উপাচার্য ও শিক্ষার্থীদের মধ্যে চূড়ান্ত চুক্তিপত্রে উল্লেখিত বিষয়গুলো হলো:

  • পিডি নিয়োগ ও ফিজিবিলিটি স্টাডি: প্রকল্প পরিচালক নিয়োগের পর ছয় মাসের মধ্যে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হবে।

  • বাস সংকট নিরসন: আগামী মঙ্গলবার থেকে বিভিন্ন রুটে চলাচলকারী বাসের সিটসংকট নিরূপণ করে প্রয়োজন অনুযায়ী বাস সংখ্যা বৃদ্ধি করা হবে।

  • অ্যাম্বুলেন্স সংযোজন: আরেকটি অ্যাম্বুলেন্স কেনার জন্য প্রয়োজনীয় ছাড়পত্রের আবেদন আগামী রবিবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।

  • জমির পুনঃমূল্যায়ন: বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত জমির পুনঃমূল্যায়ন আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সম্পন্ন হবে।

অনশন ভাঙানোর সময় উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছি। তবে কিছু সীমাবদ্ধতা আছে। দাবি পূরণ করতে না পারলে আমি দায়িত্ব থেকে পদত্যাগ করব।” তিনি শিক্ষার্থীদের উপর আস্থা রাখতে আহ্বান জানান।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন