Monday, January 19, 2026

ব্রাজিল এখন বাংলাদেশের শীর্ষ কাঁচা তুলা সরবরাহকারী দেশ


ফাইল ছবিঃ কাঁচা তুলা (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

বাংলাদেশের বস্ত্র ও পোশাকশিল্পে কাঁচা তুলার প্রধান উৎস হিসেবে বহু বছর ভারতের আধিপত্য থাকলেও ২০২৪-২৫ বিপণন বছরে সেই অবস্থান বদলে গেছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, ব্রাজিলকে এখন বাংলাদেশের সবচেয়ে বড় কাঁচা তুলা রপ্তানিকারক দেশ হিসেবে গণ্য করা হচ্ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বিপণন বছরে বাংলাদেশ প্রায় ৮.২৮ মিলিয়ন বেল কাঁচা তুলা আমদানি করেছে, যা গত বছরের তুলনায় ৫ শতাংশের বেশি। এর মধ্যে ব্রাজিল সরবরাহ করেছে প্রায় ১.৯ মিলিয়ন বেল, মোট আমদানির এক-চতুর্থাংশ। অন্যদিকে ভারত সরবরাহ করেছে ১.৪ মিলিয়ন বেল, আগের বছরের শীর্ষ অবস্থান থেকে নেমে এবার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে।

ইউএসডিএ বলছে, তুলা আমদানির এই পরিবর্তন ঘটেছে এমন এক সময়ে যখন ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক অস্থিরতার পর দেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। তবুও পোশাক খাতের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানির প্রবাহ থেমে যায়নি।

বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রস্তুত পোশাক রপ্তানিকারক দেশ। এই খাত দেশের মোট রপ্তানির প্রায় ৮০ শতাংশ আর জিডিপির প্রায় দশভাগের একভাগ জোগান দেয়। শিল্পটিতে কর্মরত আছেন প্রায় ৪০ লাখ শ্রমিক, যাদের বেশির ভাগই নারী।

যদিও কাঁচা তুলা আমদানিতে ব্রাজিল এগিয়ে গেছে, সুতা (কটন ইয়ার্ন) সরবরাহে এখনও ভারতের অবস্থান অটল। বর্তমান অর্থবছরে দেশের মোট সুতা আমদানির ৮২ শতাংশই এসেছে ভারত থেকে, যেখানে দ্বিতীয় স্থানে রয়েছে চীন।

বিশেষজ্ঞদের মতে, ভারতের উন্নত স্পিনিং প্রযুক্তি, দ্রুত পরিবহন ব্যবস্থা এবং তুলনামূলক কম লজিস্টিক ব্যয়ের কারণে বাংলাদেশি আমদানিকারকদের আকর্ষণ ধরে রেখেছে দেশটি। দাম কিছুটা বেশি হলেও স্বল্প সময়ে সরবরাহ পাওয়া যায় বলে ভারতীয় সুতা আমদানিই ব্যবসায়ীদের কাছে বেশি নির্ভরযোগ্য।

২০২৫-২৬ বিপণন বছরে বাংলাদেশের কাঁচা তুলা আমদানির পরিমাণ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ। সংস্থাটির ধারণা, আগামী অর্থবছরে আমদানির পরিমাণ ৮.৪ মিলিয়ন বেল ছুঁতে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন