Monday, January 19, 2026

এনসিএলে রংপুরের দাপট, ঘরোয়া ক্রিকেটে ‘ডাবল’ শিরোপা জয়


ছবি: এনসিএলে রংপুরের জয় (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দীর্ঘ সংস্করণে শিরোপা জিতে দুর্দান্ত মৌসুমের ইতি টানল রংপুর বিভাগ। এর মাধ্যমে চলতি মৌসুমে ঘরোয়া ক্রিকেটে ‘ডাবল’ সাফল্য নিশ্চিত করল দলটি। মৌসুমের শুরুতেই আকবর আলীর নেতৃত্বে টি–টোয়েন্টি লিগ জয়ের পর চার দিনের ক্রিকেটেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল রংপুর।

গতকাল একদিন হাতে রেখেই খুলনাকে ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে তারা। আর মঙ্গলবার সিলেট–বরিশাল ম্যাচ ড্র হতেই রংপুরের শিরোপা নিশ্চিত হয়ে যায়। সিলেট জিততে পারলে রংপুরকে সরিয়ে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল, কিন্তু বরিশালের দেওয়া কঠিন টার্গেট তারা পেরোতে না পারায় ম্যাচ ড্র হয় এবং রংপুরই অধরা শিরোপা তুলে নেয়।

বরিশালের দ্বিতীয় ইনিংসে ওপেনার ইফতেখার হোসেন ইফতির লড়াকু ১২৮* রানের ইনিংস সিলেটকে শেষ দিনে বড় লক্ষ্য দেয়। সিলেটের পক্ষে মুশফিকুর রহিম (৫৩) ও আসাদুল্লাহ আল গালিব (৬১*) চেষ্টা করলেও জয়ের প্রয়োজনীয় গতি তারা পায়নি। ৩১ পয়েন্ট নিয়ে রংপুর চ্যাম্পিয়ন, আর ২৮ পয়েন্টে সিলেট দ্বিতীয় স্থানে।

দিনের অন্য ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী বিভাগ ১৪৬ রানে হারায় ময়মনসিংহকে। যদিও ম্যাচের শেষ দিন আলোচনার কেন্দ্রে ছিলেন ময়মনসিংহের পেসার আবু হায়দার রনি। ২২৭ রানে ৯ উইকেট হারানো দলকে তিনি একাই টেনে তোলেন মাত্র ১২৭ বলে ১৪১* রানের ঝড়ো ইনিংস, ১০ চার ও ১৩ ছক্কায় সজ্জিত। এটি তাঁর প্রথম শ্রেণির ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস।

তবে রনির লড়াই সত্ত্বেও জয় পায় রাজশাহী। স্পিনার সানজামুল ইসলামের ৫/৮৮ বোলিং ফিগার ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এবং শেষ উইকেট তুলে নিয়ে দলের নিশ্চিত জয় উপহার দেন। অভিষেক মৌসুমে দারুণ খেলেও শেষ ম্যাচে ময়মনসিংহকে হার মানতে হয়।

রংপুরের এই সাফল্য ঘরোয়া ক্রিকেটে নতুন এক অধ্যায় যোগ করল টি–টোয়েন্টির ট্রফির পর এনসিএলেরও শিরোপা, যা তাদের মৌসুমটিকে স্মরণীয় করে রাখল।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন