Tuesday, October 14, 2025

বিশ্বব্যাংকের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট ঢাকায়, ৪ দিনের সফর


ছবিঃ জোহানেস জাট (সংগৃহীত । প্রথম আলো)

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট চার দিনের এক সফরে আজ শনিবার ঢাকায় এসেছেন। গত ১ জুলাই এই পদে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর।

সফরকালে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সরকারের বিভিন্ন নীতি নির্ধারক এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। বিশ্বব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জোহানেস জাট বলেন, 'এ দেশের মানুষের সঙ্গে আমার একটি দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছে, যা আমার মনে গভীরভাবে গেঁথে আছে। বাংলাদেশের মানুষের দৃঢ়তা, সৃজনশীলতা এবং নিজেদের সন্তানদের জন্য একটি ভালো ভবিষ্যৎ গড়ে তোলার দৃঢ় সংকল্প আমাকে মুগ্ধ করে।'

তিনি আরও বলেন, গত ১০ বছরে বাংলাদেশের যে অসাধারণ পরিবর্তন হয়েছে, তা নিজের চোখে দেখার আগ্রহ নিয়েই তিনি আবার এসেছেন। বাংলাদেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ধরে রাখা এবং প্রতি বছর কর্মবাজারে আসা প্রায় ২০ লাখ তরুণ-তরুণীর জন্য আরও ভালো কর্মসংস্থান তৈরিতে বিশ্বব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।

নেদারল্যান্ডসের নাগরিক জোহানেস জাট ১৯৯৯ সালে বিশ্বব্যাংকে যোগ দেন। তাঁর পূর্ববর্তী দায়িত্ব ছিল ব্রাজিলে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে। এর আগে তিনি ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি তুরস্ক, কমরোস, ইরিত্রিয়া, কেনিয়া, রুয়ান্ডা, সেশেলস এবং সোমালিয়ায়ও কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন