- ১৩ অক্টোবর, ২০২৫
PNN রিপোর্ট | ঢাকা: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানান, ২০২৫ সালের প্রথম তিন মাসে বাংলাদেশে মোট ১০,৫০০ কোটি টাকার নেট বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (FDI) হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানের বরাত দিয়ে তিনি আরও জানান, গত অক্টোবর থেকে হিসেব করলে ছয় মাসে মোট বৈদেশিক বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১৬,৫০০ কোটি টাকা, যা আগের সরকারের আমলের শেষ ছয় মাসের চেয়ে প্রায় দ্বিগুণ।
তবে এই সাফল্যকে সম্পূর্ণভাবে বিডার অর্জন হিসেবে দেখাতে নারাজ আশিক চৌধুরী। তিনি বলেন, "এই বছরের এফডিআই আসার পেছনে আমাদের ভূমিকা যৎসামান্য। বিনিয়োগের ডিসিশন আগেই হয়ে গিয়েছিল। হয়তো কিছু প্রসেস আরও গতিশীল হয়েছে—যেমন বিডা ও বাংলাদেশ ব্যাংক এখন অনেক দ্রুত ফরেন লোনগুলোকে স্ক্রুটিনি ও অ্যাপ্রুভ করছে।"
পোস্টে তিনি সাংবাদিকতা জগতের কিছু অনুশীলনের কঠোর সমালোচনা করে বলেন, “প্রায় মাস দুই আগে একটা কার্টুনসহ রিপোর্ট করা হলো, যেখানে আমাদের পুরো কার্যক্রমকে যেন শুধুই ‘প্লেন থেকে ঝাঁপ দেয়া, সামিট আর প্রেজেন্টেশন করা’ হিসেবে তুলে ধরা হয়। রিপোর্টে বলা হয়েছে—বিনিয়োগ ধ্বংস, অর্থনীতি ধ্বংস, দেশ ধ্বংস! অথচ সেটা ছিল প্রভিশনাল বা প্রস্তাবিত ডাটা।”
তিনি বলেন, “এইভাবে বিভ্রান্তিকর উপস্থাপনা মানুষকে সেনসিটাইজ করে, যা দেশের জন্য ক্ষতিকর। এমনিতেই বাংলাদেশে ডাটা নিয়ে অনেক কনফিউশন আছে, তার উপর এই ধরনের অপসাংবাদিকতা বিভ্রান্তি আরও বাড়ায়।”
আশিক চৌধুরী পোস্টে কিছু দক্ষ সাংবাদিকের প্রশংসাও করেছেন যাঁরা রিপোর্টিংয়ের আগে বিষয়বস্তু বোঝার চেষ্টা করেন এবং সোজা প্রশ্ন করেন। তিনি বলেন, "আমার গত আট মাসে কজন দারুন রিপোর্টারের সাথে পরিচয় হয়েছে। তারা রিপোর্ট করার আগে বোঝেন, স্ট্রেইট কাট প্রশ্ন করেন। অন্যরা যদি তাদের মতো হতেন, ভালো হতো।"