Tuesday, October 14, 2025

জুলাই ২৪ ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নিয়ে পেশাজীবীদের বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে


ছবিঃ গুলশানস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক প্রস্তুতিমূলক সভা (PNN)

PNN রিপোর্ট | ঢাকা, গুলশান | ৯ জুলাই ২০২৫: আগামী ২১ জুলাই ২০২৫, ঢাকার রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত গত ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও 'জুলাই ২৪' গণজাগরণ নিয়ে পেশাজীবীদের সক্রিয় অংশগ্রহণ বিষয়ে এক বিশাল আলোচনা সভা

আলোচনা সভায় দেশের খ্যাতনামা পেশাজীবীরা— শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। এই উপলক্ষে আজ গুলশানস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক প্রস্তুতিমূলক সভা

সভায় উপস্থিত ছিলেন—বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব ইসমাঈল জাবিউল্লাহ,  স্থায়ী কমিটির সদস্য ড. জাহিদ, পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি এবং অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “জুলাই ২৪ গণজাগরণ ছিল অন্যায়ের বিরুদ্ধে জনগণের রুখে দাঁড়ানোর এক সাহসী মুহূর্ত। পেশাজীবীরা সেই সংগ্রামে ছিলেন অগ্রভাগে, ভবিষ্যতের দিকনির্দেশনাও এখান থেকেই তৈরি হবে।”

সভায় আগামী ২১ জুলাইয়ের অনুষ্ঠান সফল করতে বিভিন্ন কর্মপরিকল্পনা ও দায়-দায়িত্ব ভাগ করে দেওয়া হয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন