Tuesday, October 14, 2025

বারডেমের চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ


ছবিঃ বারডেম জেনারেল হাসপাতাল (সংগৃহীত)

রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের বাত, ব্যথা ও প্যারালাইসিস বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. আবুল খায়ের আহমদ জামানের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে হেনস্তা করার অভিযোগ উঠেছে। অভিযোগকারী শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র এবং দৈনিক দিনকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এস এম সিয়াম।

সিয়ামের অভিযোগ, তিনি জুন মাসে মেরুদণ্ড ও মাংসপেশির ব্যথায় বারডেমে চিকিৎসা নিতে আসেন। প্রথম দিকে ওষুধে সাময়িক উন্নতি হলেও আগস্টে ব্যথা বাড়ায় নতুন করে এক্স-রে ও অন্যান্য পরীক্ষা করান। রিপোর্ট দেখাতে গেলে ডা. আবুল খায়ের ক্ষিপ্ত হয়ে রিপোর্টগুলো ছুঁড়ে ফেলে দেন এবং রোগীর কথা না শুনেই রুম ত্যাগ করেন।

ফেসবুকে প্রকাশিত পোস্টে সিয়াম লিখেছেন, “একই রিপোর্ট একাধিক চিকিৎসকের কাছে দেখানো বা দ্বিতীয় মতামত নেওয়া কি কোনো অপরাধ?” তিনি আরও অভিযোগ করেছেন, টাকা নিয়ে চিকিৎসার দায়িত্ব থাকা সত্ত্বেও চিকিৎসক দায়িত্বশীল আচরণ করেননি এবং তার ও তার বাবার প্রতি অসম্মান প্রদর্শন করেছেন।

ভুক্তভোগী শিক্ষার্থী দাবি করেছেন, “ওই চিকিৎসককে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং বারডেম কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে যেন ভবিষ্যতে আর কোনো চিকিৎসক এ ধরনের আচরণ না করেন।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডা. আবুল খায়ের আহমদ জামান বলেছেন, “পিজি হাসপাতাল থেকে টেস্ট করানো হয়েছে এবং সেই অনুযায়ী চিকিৎসা চালানোর কথা বলেছি। নামাজের সময় হওয়ায় আমি রুম ত্যাগ করেছি।”

বারডেম হাসপাতাল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন