Monday, January 19, 2026

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান নিখোঁজ


ফাইল ছবিঃ বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান রোববার (৯ নভেম্বর) দুপুর থেকে নিখোঁজ রয়েছেন। সর্বশেষ মোবাইল ট্র্যাকিং অনুযায়ী তার অবস্থান শনাক্ত হয় রাজধানীর সায়েদাবাদ এলাকায় দুপুর ১২টা ৫৩ মিনিটে। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি।

জানা গেছে, রোববার সকালে নাঈম নিয়মিত অফিসে যোগ দেন। কিন্তু দুপুর ১২টার পর নিজের ব্যাগ ও পরিচয়পত্র অফিসে রেখে বেরিয়ে যান। নিখোঁজ হওয়ার আগে তিনি সহকর্মীকে একটি বার্তা পাঠান, যেখানে ছোট বোনের জন্য চাকরির আবেদন উল্লেখ করে লিখেছিলেন, ‘এটাই হয়তো আমার শেষ চাওয়া।’ বার্তাটি থেকে ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিলেন।

নাঈমের সহকর্মীরা জানান, তিনি দায়িত্বশীল এবং শান্ত স্বভাবের কর্মকর্তা। তবে সাম্প্রতিক সময়ে পারিবারিক ও আর্থিক চাপের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ঢাকা শাখার সভাপতি ও অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ বলেন, “আমরা সবাই নাঈমের খোঁজে আছি। তিনি পরিবারের একমাত্র পুরুষ সদস্য। তার মা, স্ত্রী, কন্যা ও ছোট বোন দারুণ উদ্বেগে রয়েছেন। কেউ যদি তার কোনো খোঁজ পান, অনুগ্রহ করে নিকটস্থ থানায় বা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করুন।”

নাঈম রহমানের নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) ইতোমধ্যে করা হয়েছে। পুলিশ তার মোবাইল লোকেশন ও সম্ভাব্য যাতায়াত পথ অনুসরণ করে খোঁজ চালাচ্ছে। তদন্তকারীরা জানিয়েছেন, নিখোঁজ অবস্থার কারণ নির্ধারণ এবং তাকে উদ্ধার করা তাদের প্রধান লক্ষ্য।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন