- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে জাতীয় ফুটবল দল নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। এই দুই ম্যাচকে সামনে রেখে ইংল্যান্ড থেকে ঢাকায় আসার কথা ছিল মিডফিল্ডার হামজা চৌধুরীর। তবে বিমানযাত্রার কারণে তার আগমন পাঁচ ঘণ্টা বিলম্বিত হয়ে বিকেল পাঁচটায় হবে।
বাফুফে সূত্র জানায়, ফেডারেশন থেকে হামজাকে একটি টিকিট প্রদান করা হয়েছিল। কিন্তু ঢাকার বিমানবন্দরে অতিরিক্ত ট্রাফিক জ্যামের কারণে তিনি নির্ধারিত ফ্লাইট ধরতে পারেননি। এজন্য নিজেই নতুন ফ্লাইট বুক করে ঢাকায় আসছেন।
আজ সোমবার জাতীয় দলের কোনো অনুশীলন সেশন নেই। ঢাকায় পৌঁছার পর হামজা বিশ্রাম নেবেন। এছাড়া প্রবাসী ফুটবলার সামিত সোমের মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে কানাডা থেকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। নেপালের বিপক্ষে ১৩ নভেম্বরের ম্যাচের আগে তিনি একদিনের অনুশীলনের সুযোগ পাবেন।
এরপর ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে অ্যাওয়ে শিলংয়ে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা।
জাতীয় দলের জন্য এই প্রীতি ম্যাচ ও ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ বাছাই ম্যাচটি প্রস্তুতির একটি বড় সুযোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।