- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ঢাকা:
পাকিস্তান হকি দল পরশু (৯ নভেম্বর) গভীর রাতে ঢাকায় পৌঁছেছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ১৩, ১৪ ও ১৬ নভেম্বর বাংলাদেশ দলের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে তারা।
ঢাকায় এসে পাকিস্তান দল একগাদা শর্ত আরোপ করেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সংবাদমাধ্যমের সঙ্গে তারা কথা বলবে না এবং হোটেলে কোনো সাংবাদিকের প্রবেশও নিষিদ্ধ। এছাড়া মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুশীলন চলাকালীন কোনো প্রকার ছবি তোলা, ইন্টারভিউ বা মিডিয়ার উপস্থিতিও নিষিদ্ধ।
হকি ফেডারেশনকে এসব শর্ত মেনে পাকিস্তান দলকে সহায়তা করতে হচ্ছে যাতে তারা নির্বিঘ্নভাবে সফরটি শেষ করতে পারে। ধারণা করা হচ্ছে, পাকিস্তান দলের এ ধরণের কড়া শর্তের পেছনে আছে বিভিন্ন ইউটিউবার বা মিডিয়া কর্মীর সম্ভাব্য প্রশ্ন ও বিরক্তি সৃষ্টি করার আশঙ্কা।
এবারের সফরে পাকিস্তানি দলের সঙ্গে কোচ তাহির জামান নেই। কোচের অভাবে দলের দায়িত্বভার পরিচালনা করছে ম্যানেজার ওসমান আহমেদ ও জিসান আশরাফ। এই তিন ম্যাচের সিরিজের বিজয়ী দল বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে।
পাকিস্তান দলের কঠোর শর্ত ও কোচহীন অবস্থার মধ্যে বাংলাদেশের বিপক্ষে খেলাগুলো উত্তেজনাপূর্ণ হওয়ার আশা করা হচ্ছে।