- ২০ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
বাংলাদেশ ব্যাংক রোববার (১৯ অক্টোবর) একটি নতুন প্রজ্ঞাপন জারি করেছে, যার মাধ্যমে মন্দ ও ক্ষতিজনক মানে খেলাপি ঋণ অবলোপন করতে পারবে ব্যাংকগুলো। তবে, এ জন্য ব্যাংকগুলোকে শতভাগ নিরাপত্তা সঞ্চিতি রাখতে হবে এবং ঋণ অবলোপনের আগে গ্রাহককে ৩০ দিন আগে অবহিত করতে হবে। এ প্রজ্ঞাপনে অবলোপনকৃত ঋণের আদায়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নগদ প্রণোদনা দেওয়ার সুযোগও রাখা হয়েছে।
এ সিদ্ধান্তটি বাংলাদেশের ব্যাংকিং খাতের প্রধান নির্বাহীদের সংগঠন, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) আবেদন পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে। এ ছাড়া, ঋণদাতা সংস্থাগুলোও বিভিন্ন সময় এই বিষয়ে বাংলাদেশ ব্যাংককে পরামর্শ দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অনাদায়ি থাকা ঋণ ব্যাংকগুলোর স্থিতিপত্রে প্রদর্শিত হচ্ছে, যার ফলে অবলোপন হওয়া ঋণের আকার বাড়ছে। এ পরিস্থিতি সামলাতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতির মাধ্যমে মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত ঋণগুলো অবলোপন করা হবে। ঋণ অবলোপন করার জন্য, ঋণগ্রহিতাকে অবহিত করার পাশাপাশি, তাদের ঋণ পরিশোধ না করা পর্যন্ত তারা খেলাপি হিসেবে চিহ্নিত থাকবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত এবং আদায়ের সম্ভাবনা ক্ষীণ এমন ঋণগুলো অবলোপন করা যাবে। পুরোনো ঋণগুলো অগ্রাধিকার ভিত্তিতে অবলোপন করা হবে। ঋণ অবলোপনের আগে ৩০ কর্মদিবস আগে ঋণগ্রহিতাকে নোটিশ দেওয়ার মাধ্যমে তাদের অবহিত করা হবে।
এছাড়া, অবলোপনকৃত ঋণের আদায়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নগদ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুসারে, কর্মকর্তারা এই প্রণোদনা পাবেন। যদি কোনো ব্যাংক এ ধরনের নীতিমালা তৈরি না করে থাকে, তবে পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে তা তৈরি করতে হবে।
এটি পূর্ববর্তী সিদ্ধান্তের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, যেখানে ঋণ দুটি বছরের বেশি সময় ধরে মন্দ ও ক্ষতিজনক মানে খেলাপি না হলে অবলোপন করা যেত না।