Tuesday, October 21, 2025

ভারতকে হারিয়ে ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে অস্ট্রেলিয়া


ছবিঃ ভারতকে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

ভারতকে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। পার্থে অনুষ্ঠিত এই ম্যাচটি বৃষ্টি বিঘ্নিত হওয়ায় কম ওভারে অনুষ্ঠিত হয়। অজিরা ৭ উইকেটে জয় পেয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো।

রোববার (১৯ অক্টোবর) টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ। সাত মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরেছিলেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি, তবে তার ফেরাটা সুখকর হয়নি। রানের খাতা খোলার আগেই বোলার মিচেল স্টার্কের বলে আউট হন কোহলি।

এছাড়া ভারতীয় ওপেনার রোহিত শর্মাও ভালো করতে পারেননি। তিনি ১৪ বলে মাত্র ৮ রান করে আউট হন। শুরু থেকেই অস্ট্রেলিয়ার বোলাররা ভারতীয় ব্যাটারদের ওপর চাপ সৃষ্টি করে। বৃষ্টির কারণে ম্যাচ কিছু সময় বন্ধ থাকে এবং পরে ম্যাচটি ৫০ ওভারের পরিবর্তে ২৬ ওভারে সীমাবদ্ধ হয়ে যায়।

২৬ ওভারে ভারত ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। লোকেশ রাহুল ৩১ বলে ৩৮ এবং অক্ষর প্যাটেল ৩৮ বলে ৩১ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে জস হ্যাজেলউড, মিচেল ওয়েন ও ম্যাথু কুহনেম্যান নেন ২টি করে উইকেট।

বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার জন্য জয়ী লক্ষ্য ছিল ১৩১ রান। এ রান তাড়ায় শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৫ বলের মধ্যে ৮ রান করে সাজঘরে ফিরে যান ট্রাভিস হেড।

তার পর মিচেল মার্শ ও ম্যাথ্যু শর্ট ৩৪ রানের জুটি গড়ে দলের পুনরায় পথ চলতে সাহায্য করেন। তবে শর্ট ১৭ বলে ৮ রান করে আউট হন। এরপর জস ফিলিপ ৩৭ রান করে আউট হলে রেনশ এবং মার্শ ৫৫ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়া জয়ের পথে পৌঁছে দেয়। রেনশ ২৪ বলে ২১ রান করেন এবং মার্শ ৫২ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন। ভারতের পক্ষে আর্শদ্বীপ সিং, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট নেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন