- ১৩ অক্টোবর, ২০২৫
ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট-এর আয়োজনে আজ শনিবার “Day Long Awareness Training on ISO 14001:2015 (EMS) Environmental Management Systems” বিষয়ক দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. আব্দুল বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ বদিউজ্জামান খান। প্রশিক্ষণটি পরিচালনা করেন আন্তর্জাতিক প্রশিক্ষক ও বিশেষজ্ঞ মোঃ কবিরুল আলম।
প্রশিক্ষণে প্রায় ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। দিনব্যাপী এই আয়োজনের শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। পুরো প্রশিক্ষণ আয়োজন ও বাস্তবায়নে সহযোগিতা করে AJA Bangladesh Ltd.
এই প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক ও এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোঃ আতিকুর রহমান অংশগ্রহণ করেন। পরিবেশ ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া সৃষ্টি করে।