Tuesday, October 14, 2025

সোহরাওয়ার্দীতে অসুস্থ জামায়াত আমির, হাসপাতালে দেখতে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল


ছবিঃ সংগৃহীত

PNN বিশেষ প্রতিবেদন: রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে সমাপনী বক্তব্য প্রদানকালে অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান। সাথে সাথে তাঁকে সেখান থেকে রাজধানীর ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বিশাল জনসমাগমপূর্ণ এই জাতীয় সমাবেশে বক্তব্য রাখার একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। মঞ্চে উপস্থিত অন্যান্য নেতারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে তাঁকে হাসপাতালে পাঠান। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং শারীরিক অবস্থা স্থিতিশীল।

এদিকে, জামায়াত আমিরের শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির অন্যান্য নেতারা । তিনি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন