- ১৩ অক্টোবর, ২০২৫
খুলনার সোনাডাঙ্গা থানাধীন বয়রা পূজা খোলার মোড়ে বিষাক্ত দেশি মদ (বাংলা মদ) পান করে অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আবু নাসের হাসপাতালে লাইফ সাপোর্টে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বয়রা এলাকায় একত্রে কিছু ব্যক্তি অতিরিক্ত পরিমাণে বাংলা মদ পান করেন। শনিবার সকাল থেকে একে একে তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, মদের মধ্যে বিষাক্ত উপাদান মেশানো থাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয়:
১. বাবু (৫০), পিতা: আব্দুর রব, সেরের মোড়, বয়রা, সোনাডাঙ্গা থানা, খুলনা।
২. সাবু (৬০), পিতা: আব্দুস সামাদ, মধ্যপাড়া, বয়রা, খালিশপুর থানা, খুলনা।
৩. গৌতম কুমার বিশ্বাস (৪৭), পিতা: কালিপদ, জংশন রোড, বয়রা, খালিশপুর থানা, খুলনা।
৪. আজিবর (৫৯), পিতা: অজ্ঞাত, রায়ের মহল মেলার মাঠ সংলগ্ন এলাকা, সোনাডাঙ্গা, খুলনা।
৫. তোতা (৬০), পিতা: অজ্ঞাত, বয়রা পাবলিক কলেজের পেছনে, খালিশপুর থানা, খুলনা। তার মরদেহ বরিশালে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
এছাড়া, সনু (৫৮), পিতা: অজ্ঞাত, দাসপাড়া, বয়রা, খালিশপুর থানা এলাকার বাসিন্দা, বর্তমানে খুলনার আবু নাসের হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, বয়রা ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ বাংলা মদের ব্যবসা চলছে। সংশ্লিষ্ট প্রশাসনকে একাধিকবার অবহিত করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে বিষাক্ত মদ পান করেই তারা মারা গেছেন। মদের উৎস ও বিক্রেতাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
খুলনা মহানগর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মদের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হবে। যারা এই অবৈধ মদ সরবরাহ করে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।
এদিকে, চিকিৎসকরা জানিয়েছেন, বিষাক্ত মদ পানে কিডনি ও লিভার তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা কয়েক ঘণ্টার মধ্যে প্রাণঘাতী হতে পারে। স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন এসব অনিরাপদ মদ পান থেকে বিরত থাকেন।