Tuesday, October 14, 2025

চকরিয়ায় এনসিপির পথসভা মঞ্চ ভাঙচুর, সেনাবাহিনী-পুলিশের হস্তক্ষেপে উত্তেজনা নিয়ন্ত্রণে


ছবিঃ কক্সবাজারের এনসিপির সমাবেশস্থল দখল করে স্লোগান দিচ্ছে বিএনপির নেতা-কর্মীরা (সংগৃহীত)

চকরিয়ায় শনিবার (১৯ জুলাই) বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে টানটান উত্তেজনার সৃষ্টি হয়। এনসিপির এক পথসভা ঘিরে জনতা শপিং সেন্টার চত্বরে সংঘর্ষের আশঙ্কা তৈরি হলে সেনাবাহিনী ও পুলিশ তাৎক্ষণিক হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে এনসিপি নেতারা একটি ট্রাকের উপর মঞ্চ তৈরি করে সমাবেশের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সেখানে উপস্থিত হয়ে মঞ্চ ভাঙচুর করেন, ট্রাকের কাচ ভাঙেন এবং ব্যানার ছিঁড়ে ফেলেন। হামলার সময় এনসিপির নেতা-কর্মীরা এলাকা থেকে সরে যেতে বাধ্য হন।

ঘটনার সূত্রপাত হয়েছিল দুপুরে কক্সবাজার শহরে এনসিপির এক সমাবেশে নেতাদের বক্তব্যকে কেন্দ্র করে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে ‘গডফাদার’ মন্তব্য এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, প্রিয় কক্সবাজারবাসী আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিলো এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে। মানুষের জায়গা জমি দখল করছে। চাঁদাবাজি করছে।

এনসিপি জানায়, বিকেল ৫টার দিকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় পুরো কর্মসূচি স্থগিত করতে হয়। এনসিপির কেন্দ্রীয় নেতারা বর্তমানে ফাসিয়াখালী এলাকায় অবস্থান করছেন এবং আশপাশে বিএনপি কর্মীদের উপস্থিতি থাকায় তারা আতঙ্কে রয়েছেন বলে দাবি করেছেন।

চকরিয়া উপজেলা এনসিপি সংগঠক খাইরুল বাশার বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চেয়েছিলাম। কিন্তু পরিকল্পিতভাবে হামলা চালিয়ে সবকিছু নষ্ট করে দেওয়া হয়েছে।”

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। কেউ এখনও লিখিত অভিযোগ দেয়নি।”

এদিকে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “যেমন লীগ গত ১৬ বছর ধরে করছে, ঠিক তেমনি আপনারাও করছেন। তাদের পরিণতি দেখে যদি শিক্ষা না নিতে পারেন, তাহলে সেইম পরিণতির জন্যে আপনারাও অপেক্ষা করুন।”


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন