Tuesday, October 14, 2025

গ্রেপ্টাইলে বিনিয়োগে আগ্রহী Benchmark, সম্ভাব্য ১৮০ মিলিয়ন ডলারে মূল্যায়ন


ফাইল ছবিঃ সংগৃহীত

এআই ভিত্তিক কোড রিভিউ প্ল্যাটফর্ম ‘Greptile’ নতুন করে বিনিয়োগ সংগ্রহের পথে। বিশ্বখ্যাত ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান Benchmark, যার অংশীদার এরিক বিশরিয়া, প্রতিষ্ঠানটির সিরিজ-এ তহবিলে নেতৃত্ব দিতে যাচ্ছেন বলে জানিয়েছে একাধিক সূত্র। আলোচ্য বিনিয়োগটি ৩০ মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে, যা Greptile-এর সম্ভাব্য মূল্যায়ন ১৮০ মিলিয়ন ডলারে নিয়ে যাবে।

তবে এখনো চুক্তিটি চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে আরেকটি সূত্র। তাদের মতে, আলোচনার শর্তাবলী পরিবর্তিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

২০২৩ সালে জর্জিয়া টেক থেকে স্নাতক শেষ করার পর তরুণ উদ্যোক্তা দাক্শ গুপ্তা প্রতিষ্ঠা করেন Greptile। এর পরপরই প্রতিষ্ঠানটি ২০২৪ সালের শীতকালীন ব্যাচে যুক্ত হয় প্রযুক্তি উদ্যোক্তাদের জন্য খ্যাতনামা প্ল্যাটফর্ম Y Combinator-এ। সেখান থেকে বের হয়ে Initialized Capital-এর নেতৃত্বে Greptile সংগ্রহ করে ৪ মিলিয়ন ডলারের প্রারম্ভিক বিনিয়োগ।

Greptile মূলত এমন একটি কোড রিভিউ সিস্টেম তৈরি করেছে, যা সফটওয়্যার ডেভেলপারদের সহায়তায় এআই প্রযুক্তির মাধ্যমে কোড বিশ্লেষণ করে সম্ভাব্য বাগ ও দুর্বলতা চিহ্নিত করে। প্রতিষ্ঠাতা গুপ্তা গত বছর TechCrunch-কে বলেন, “আমাদের তৈরি বটটি ঠিক এমনভাবে কাজ করে যেন এটি আপনার সবচেয়ে অভিজ্ঞ সহকর্মী। এটি ক্লায়েন্টের কোড গভীরভাবে বোঝে এবং এমন খুঁটিনাটি ত্রুটি বের করতে পারে, যা অনেক সময় মানুষের চোখ এড়িয়ে যায়।”

তবে কোড রিভিউ বাজারে প্রতিযোগিতা এখন তুঙ্গে। Greptile-এর প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছে Graphite, যারা চলতি বছরের শুরুতে Accel-এর নেতৃত্বে ৫২ মিলিয়ন ডলারের সিরিজ-বি তহবিল সংগ্রহ করেছে। সেই বিনিয়োগে অংশ নিয়েছে Anthropic-এর Anthology Fund, Menlo Ventures, এবং অ্যান্ড্রিসেন হোরোভিৎজ (a16z)-এর মতো বড় প্রতিষ্ঠান। আরেক প্রতিদ্বন্দ্বী, Coderabbit, ২০২৪ সালে CRV-এর কাছ থেকে ১৬ মিলিয়ন ডলার বিনিয়োগ পায়।

এই তীব্র প্রতিযোগিতার প্রেক্ষিতে Greptile-এর কর্মপদ্ধতি নিয়েও সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছে। ২০২৪ সালের নভেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম X-এ ডাক্শ গুপ্তা প্রকাশ্যে স্বীকার করেন যে তাদের কোম্পানিতে কোনো ধরনের “ওয়ার্ক-লাইফ ব্যালান্স” নেই। তাঁর ভাষায়, কর্মীরা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত কাজ করেন—শনিবার এমনকি প্রয়োজনে রোববারও।

পোস্টটি ভাইরাল হওয়ার পর, বিভিন্ন গণমাধ্যমে তিনি বলেন, “সফটওয়্যার খাতে দ্বিতীয় কিংবা তৃতীয় সেরা হওয়ার কোনো মূল্য নেই। আপনি যদি শতভাগের চেয়ে একটু কম দেন, তাহলে সেটি প্রায় শূন্যের সমান।”

তবে বিতর্কের মধ্যেও Benchmark-এর মতো অভিজ্ঞ বিনিয়োগ প্রতিষ্ঠানের আগ্রহ, Greptile-এর ভবিষ্যৎ সম্ভাবনারই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

তথসুত্রঃ টেকক্রাঞ্চ

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন